





ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। অভিনয়ের পাশাপাশি সফল নির্মাতা। ছোটপর্দায় তার






নির্মিত ধারাবাহিক ‘নোয়াশাল’ ভীষণ জনপ্রিয়তা পায়। সমানতালে বানিয়েছেন প্যাকেজ নাটক ও






টেলিফিল্ম। প্রস্তুতি নিচ্ছেন নতুন ধারাবাহিক ‘মাকড়শা’ তৈরির। সম্প্রতি নাম লেখালেন চলচ্চিত্র পরিচালনায়। সরকারি অনুদানে সম্পন্ন করলেন ‘রাত জাগা ফুল’ সিনেমা। জমা দেবেন সেন্সরে। স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে, এমনটিই মনে করছেন মীর সাব্বির। তবে আশার বিপরীতে হতাশাও গ্রাস করেছে টেলিভিশন কাঁপানো এই অভিনেতাকে। মীর সাব্বির বলেন, ‘সিনেমাটি নিয়ে অনেক প্রত্যাশা আমার। তবে করোনায় সিনেমা হল বন্ধ থাকায় মুক্তি দেওয়া নিয়ে শঙ্কিত। কয়েক মাস আগে মাকড়শা নির্মাণের পরিকল্পনা ছিল। একের পর এক লকডাউনের ফলে সেটি সম্ভব হয়নি। শুটিং থেকে পিছিয়ে আসতে হয়েছে।’ লকডাউনে শিল্পী, কলাকুশলী, টেকনিশিয়ানরা অলস সময় কাটাচ্ছেন। এতে অনেকে আর্থিক সংকটে পড়েছে। এই অঙ্গণে যারা নিয়মিত কাজ করেন, শুটিং বন্ধ থাকলে এদের অনেকেই অর্থনৈতিক সমস্যায় পড়েন। এ প্রসঙ্গে মীর সাব্বির জানান, ‘এখানে কাজ বন্ধ থাকলে কাজের সাথে জড়িত অনেকে অসুবিধায় পড়েন। সবাই তো সচ্ছ্বল নয়। শর্ত সাপেক্ষে হলেও কাজের অনুমতি দিলে অনেকের আয়-রো।জগার হবে’।