Home / মিডিয়া নিউজ / এই ছবিটি শবনম ফারিয়ার সবচেয়ে প্রিয় কেন?

এই ছবিটি শবনম ফারিয়ার সবচেয়ে প্রিয় কেন?

গালে টোল পড়া মিষ্টি হাসির জন্য ভক্তদের কাছে প্রিয় শবনম ফারিয়া। অভিনয়েও নৈপুণ্য দেখাতে জানেন তিনি।

নাটকের নিয়মিত অভিনেত্রী বটে, আবার সিনেমায়ও ফুটিয়ে তুলেছেন তার সাবলীল প্রতিভা।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় ফারিয়া। প্রতিনিয়ত নতুন নতুন ছবি শেয়ার করেন। সেসব ছবিতে মুগ্ধতা খুঁজে পান ভক্তরা।

কিন্তু এত এত ছবির ভিড়ে অভিনেত্রীর নিজের প্রিয় কোনটি? উত্তরটা তিনি নিজেই দিয়েছেন।

রোববার (২৯ মে) সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেন শবনম ফারিয়া। যেখানে তাকে দেখা গেছে লাল পেড়ে কালো শাড়িতে। খোঁপায় বেঁধেছেন বেলী ফুল। আর ছবিটি তুলেছেন নিজের বাসার বারান্দায়।

এই ছবির সব কিছুই ফারিয়ার প্রিয়। সে কথা জানিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘আমার বাসায় সবচেয়ে প্রিয় জায়গা এই বারান্দা,

আমার সবচেয়ে পছন্দের শিল্পীর গানের লাইন তাতে বুনা, তার ওপর কালো আমার সবচেয়ে পছন্দের রঙ, খোঁপায়ও আমার প্রিয় ফুল বেলী আর ছবি দুটো তুলেছেন আমার সবচেয়ে প্রিয় মানুষটি।’

sabnam faria
এত প্রিয় যখন ছবিগুলোতে মিশে আছে, সুতরাং সেটা তো সবচেয়ে প্রিয় হবেই। তবে একটা বিপত্তি আছে।

ফারিয়া বললেন, “হরমোনাল ইমব্যালেন্সে ভয়াবহ মোটা হয়ে যাওয়ার’ বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারলে এই ছবি দুটো আমার সবচেয়ে প্রিয় ছবি হওয়ার কথা!”

অর্থাৎ হরমোনজনিত কিছু জটিলতার কারণে আগের চেয়ে অনেকটা মুটিয়ে গেছেন ফারিয়া। এ নিয়ে কিছুটা দুশ্চিন্তা তো রয়েছেই।

কিন্তু এরপরও নিজেকে নিয়ে সন্তুষ্ট তিনি। তাই পোস্টের শেষ অংশে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, মাস দুয়েক আগে চুপিসারে বিয়ে করেছেন ফারিয়া। স্বামীকে নিয়ে বর্তমানে সুখেই সংসার করছেন। তবে খবরটি একান্ত নিজেদের মধ্যেই রেখেছিলেন তারা। কিছুদিন আগে বিয়ের কথা প্রকাশ্যে আসলে স্বীকার করে নেন অভিনেত্রী।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *