Home / মিডিয়া নিউজ / ফেরদৌস-পূর্ণিমাসহ ৫০ তারকার পাসপোর্টের কপি নিয়ে হু’মকি

ফেরদৌস-পূর্ণিমাসহ ৫০ তারকার পাসপোর্টের কপি নিয়ে হু’মকি

৫০ তারকার পাসপোর্টের কপি নিয়ে হু’মকি- বাংলাদেশের ৫০ জন তারকা শিল্পী, কলাকুশলির

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি নিয়ে হু’মকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

লন্ডনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা বলে ওই ব্যক্তি তারকাদের কাছ থেকে কাগজপত্র

নিয়েছেন বলে গুলশান থানায় সাধারণ ডায়েরিতে (জিডি) উল্লেখ করা হয়। জানা গেছে, নিজেকে প্রবাসী বাংলাদেশি ও নাম জুবাইর বলে পরিচয় দিয়েছেন হু’মকি দেওয়া ব্যক্তি।

জিডিতে উল্লেখ করা হয়েছে হু’মকি পাওয়া শিল্পীদের তালিকায় আছেন, চিত্রনায়ক ফেরদৌস, সংগীতশিল্পী ফাহমিদা নবী, আগুন, কনা, দিনাত জাহান মুন্নী, আঁখি আলমগীর, ইমরান, গীতিকার কবির বকুল, অভিনেত্রী সোহানা সাবাসহ আরো অনেকে। কালের কণ্ঠকে চিত্রনায়ক ফেরদৌস জানান, তিনি ও পূর্ণিমাসহ অন্তত ৫০ জন তারকার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি নিয়ে হু’মকি দিচ্ছেন ওই ব্যক্তি।

ব্রিটিশ এক মুঠোফোন নম্বর থেকে তাদের মুঠোফোনে বার্তা পাঠিয়ে হু’মকি দেওয়া হচ্ছে। সে সব বার্তায় ওই ব্যক্তি নিজেকে ‘জুবাইর’ বলে উল্লেখ করছেন। শিল্পীরা বলছেন, গত আগস্টে লন্ডন থেকে ওই ব্যক্তি নিজেকে প্রবাসী বাংলাদেশি পরিচয়ে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন।

ওই ব্যক্তি ফোনে তাদের জানান, লন্ডনে ‘বাংলাদেশ মেলা’ নামে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে এ বছরের আগামী ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। সেই উৎসবে লন্ডনের তিনটি স্থানে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। এ ব্যাপারে কথা বলতে জুবাইর নামের ওই ব্যক্তি গত ৩ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা।

সে অনুসারে গতকাল ঢাকায় এসে ওয়েস্টিন হোটেলে সবার সঙ্গে কথা বলে অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানানোর কথা বলেছিলেন তিনি। গত ২ সেপ্টেম্বর ফোন করে তিনি জানান, ৩ সেপ্টেম্বর বিকেলের মধ্যে ঢাকা পৌঁছবেন। তারকারা যেন সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে গুলশানের হোটেল ওয়েস্টিনে উপস্থিত হন।

গত মঙ্গলবার নির্ধারিত সময়ে তারকা শিল্পীরা হোটেল ওয়েস্টিনে উপস্থিত হন। এরপর সবার মুঠোফোনে হুমকি দিয়ে বার্তা পাঠান জুবাইর নামের ওই ব্যক্তি। জানা গেছে, সেই বার্তায় ওই ব্যক্তির অভিযোগ, বাংলাদেশের একজন অভিনেত্রী এবং তার ভাই প্রতারণা করে ওই ব্যক্তির কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

এ বিষয়ে তিনি অনেক শিল্পীর কাছে অভিযোগ করলেও সবাই তা এড়িয়ে গেছেন। সে কারণে শিল্পীদের পাসপোর্ট, জাতীয় পরিচয় পত্রের কপি সংগ্রহ করেছেন তিনি। তিনি আরো উল্লেখ করেন, তিন দিনের মধ্যে ওই দু’জনের কাছ থেকে তার পাওনা টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে।

অন্যথায় কোনো শিল্পী যেন বাংলাদেশের বাইরে যেতে না পারেন, সে ব্যবস্থা করবেন বলে সবাইকে হুমকি দেন জুবাইর নামের ওই ব্যক্তি। এরপর গত মঙ্গলবার রাতেই শিল্পীদের পক্ষ থেকে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। যদিও জিডির পরও হু’মকি দিয়ে যাচ্ছেন ওই ব্যক্তি।

গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে টাকা ফেরতের দাবি করে তিনি আবারো বার্তা পাঠান। বার্তায় তিনি বলেন, টাকা পেলে কারো কোনো ক্ষতি করবেন না। না পেলে পাসপোর্টের কপি দিয়ে কী করা যায়, তা টের পাওয়া যাবে। এছাড়া আগামী সাত দিনের মধ্যে কেউ না কেউ ‘শেষ’ হবে বলে প্রাণ’না’শের হুম’কি দেন তিনি।

সুত্র-কালের কণ্ঠ।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *