





ঢাকাই সিনেমা’র জনপ্রিয় অ’ভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের বড় ছে’লে শাদমান






মনোয়ার অমির বিয়ে আজ। গতকাল হলুদের পর আজ সন্ধ্যায় সাভা’রের ডিপজলের






শুটিং বাড়ি ডিপু ভিলায় পারিবারিক আয়োজনে সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা।






তবে বড় ছে’লের বিয়েতে মন ভালো নেই ডিপজলের। ডিপজল বলেন, ‘পারিবারিকভাবে বড় ছে’লের বিয়ে হচ্ছে। দুই পরিবার ও সিনেমা অঙ্গনের কিছু লোক থাকবে বিয়েতে।
আমা’র ইচ্ছে ছিল, বড় আয়োজন করে ছে’লের বিয়ে দেব। কিন্তু করো’নার কারণে সেটা করা গেল না। সে জন্য মনটা খা’রাপ। তবে ইচ্ছে আছে, করো’না কে’টে গেলে ছে’লের বিবাহবার্ষিকী’তে বড় আয়োজন করে অনুষ্ঠান করব।’
ডিপজল
ব্যক্তিজীবনে মনোয়ার হোসেন ডিপজল তিন পুত্র ও এক কন্যাসন্তানের জনক। এর আগে ২০১৮ সালের জুনে মে’য়ে ওলিজা মনোয়ার বিয়ের পিঁড়িতে বসেছিলেন।
মনোয়ার হোসেন ডিপজল ১৯৮৯ সালে ‘টাকার পাহাড়’ সিনেমা’র মাধ্যমে সিনেমায় পা রাখেন। এরপর অসংখ্য সিনেমায় অ’ভিনয় করেছেন তিনি।
যে কারণে ছে’লের বিয়েতে মন খা’রাপ ডিপজলের