





বিনোদন ডেস্ক : পূজা চেরি মডেলিং ও শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। শিশুশিল্পী






হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর নূর জাহান চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে।






একই বছর তিনি ব্যবসাসফল পোড়ামন ২ ও দহন চলচ্চিত্রে অভিনয় করেন। অনেকে বলেন, অভিনেত্রী পূজা চেরি অহংকারী। কথাটা এতবার শুনেছেন যে এ নিয়ে তার মনে অভিমান জমেছে। অবশেষে এ বিষয়ে আপত্তিও জানালেন তিনি।
সবাইকে উদ্দেশে করে পূজা বলেন, অনেকে বলে আমি নাকি খুব অহংকারী। আমার কথা নাকি অহংকারে ভরা। সত্যিই কি তাই ? আচ্ছা, যারা এগুলো বলছেন তারা কি কেউ আমার সঙ্গে একবারও কথা বলেছেন ?
তিনি আরো বলেন, আপনারা দর্শক, আপনাদের আমাকে ভালো নাই লাগতে পারে, তাই বলে অহংকারী বলবেন? যাই হোক, আপনাদের প্রতি আমার যথেষ্ট সম্মান আছে। যে যাই বলেন না কেন, আপনাদেরই আমরা এগিয়ে রাখি এবং রাখব।
পূজা অভিনীত নাদের চৌধুরীর জিন চলচ্চিত্রের শুটিং প্রায় শেষ। এতে প্রথমবারের মতো পূজার সঙ্গে জুটি বেঁধেছেন সজল। আরো আছেন রোশান। এরই মধ্যে ছবিটির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। চলতি বছর মুক্তি পাওয়ার কথা।