Home / মিডিয়া নিউজ / অহনার সঙ্গে নিলয়ের ‘তাফালিং’

অহনার সঙ্গে নিলয়ের ‘তাফালিং’

টেলিভিশন ও ইউটিউবের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমীর একের পর এক হিট নাটক উপহার

দিয়ে যাচ্ছেন। এবার উন্মুক্ত হলো তার নতুন নাটক ‘তাফালিং’। এটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। লিখেছেন ফেরারী ফরহাদ। এ নাটকে নিলয়ের সঙ্গে জুটি বেঁধেছেন অহনা রহমান। এর মধ্য দিয়ে অনেক দিন পর নাটকে অভিনয় করলেন জনপ্রিয় এই অভিনেত্রী।

এতে আরও অভিনয় করেছেন রত্বা খান, এইচ কে স্বাধীন, আনোয়ার হোসাইন, ইমরান হোসেন আজান, এমরান হাসো প্রমুখ। নাটকটির আবহ সংগীত করেছেন এসকে অন্য। সম্পাদনায় আকাশ সরকার, কালার করেছেন টিডি দিপক, সাউন্ড ডিজাইনে রুবেল।২২ মে বিকালে ইউটিউবে লেজার ভিশনের চ্যানেলের উন্মুক্ত করা হয়েছে নাটকটি। এটি নির্মিত হয়েছে পুরান ঢাকার ভাষায় নির্মিত রোমান্টিক, কমেডি, পারিবারিক গল্পের আবহে।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *