Home / মিডিয়া নিউজ / যতটুকু বলেছি, আমি রাগের মাথায় বলেছি: মৌসুমী

যতটুকু বলেছি, আমি রাগের মাথায় বলেছি: মৌসুমী

ডিপজলের ছেলের বিয়েতে চড় ও পিস্তল ঘটনা এখন গড়িয়েছে পরিবারের অন্দর মহল পর্যন্ত।

গত শুক্রবার থেকেই সানী-মৌসুমী-জায়েদ ইস্যু এখন বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু।

এই ঘটনাকে কেন্দ্র করে চলছে আলোচনা ও সমালোচনা। সেই সঙ্গে বেরিয়ে আসছে জানা-অজানা

অনেক তথ্য। এই ঘটনায় গণমাধ্যমে কথা বলেছেন ওমর সানী-মৌসুমী দম্পতি সন্তান ফারদিন এহসান স্বাধীন।

মা (মৌসুমী) বাবার (ওমর সানী) বিপরীতে কথা বলেছেন জানতে চাইলে গণমাধ্যমকে ফারদিন বলেন, ‘আমি এ বিষয়ে মায়ের সাথে কথা বলেছি, মা বলেছে, দেখ বাবা আমি তো তখন রাগের মাথায় বলেছি। তোমার বাবার সঙ্গে একটু রাগারাগি হয়েছে। সেভাবেই বলেছি। আমি কিন্তু মিথ্যাচার করছে সানী এটা ডিরেক্ট বলি নাই। যতটুকু বলেছি, আমি রাগের মাথায় বলেছি।’

ফারদিন বলেন, ‘আমার আম্মাকে (মৌসুমী) জিজ্ঞেস করেছিলাম। বলেছিলাম মা, তুমি যে অডিও বাইটের প্রথমে ও শেষে কী বললে? জানতে চেয়েছিলাম, বিশ্রী একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। (কারণ, সিচুয়েশনটা আগলি না।) এটা সমাধান করতে হবে ঘরোয়াভাবে। এটা গণমাধ্যম পর্যন্ত যাওয়া লাগবে না। চলচ্চিত্রে সিনিয়ররা আছেন তারাই বিষয়টি সমাধান করতে পারেন।’

জায়েদ খান আমার বাবার সঙ্গে বেয়াদবি করেছেন উল্লেখ করে এই তারকাপুত্র আরও বলেন, বাংলাদেশে যখন দুজন টপ সেলিব্রেটির ফ্যামিলি সুখে থাকেন, তাঁর সঙ্গে স্ত্রী সন্তানদের ভালো সম্পর্ক। সন্তানের, বউয়ের মুখ না দেখলে পাগল হয়ে যান। এ রকম একটা পরিবারে কিছু নেকড়ে প্রকৃতির মানুষ নানাভাবে ইস্যু করতে থাকেন। ব্যবসা দিয়ে চেষ্টা করেছেন, হয়তো পারেননি। এখন ব্যক্তিগতভাবে চেষ্টা করছেন, সেটাও তো পারবেন না।

চড় ও পিস্তলকাণ্ডের পর থেকেই মুখে কুলুপ এঁটেছিলেন মৌসুমী। রোববার (১২ জুন) জায়েদ খানের বিরুদ্ধে সুখের সংসার ভাঙার চেষ্টার অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বরাবর অভিযোগ করেছিলেন চিত্রনায়ক ওমর সানী। সেখানে অভিযোগের বিষয়গুলো বিবেচনায় নিয়ে জায়েদ খানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান এ চিত্রনায়ক।

ওমর সানী শিল্পী সমিতিতে জায়েদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পরেই ‍মুখ খোলেন মৌসুমী। জায়েদের পক্ষ নিয়ে সাফাই গান মৌসুমী। এক অডিও বার্তায় মৌসুমী বলেন, ‘আমি জায়েদকে অনেক স্নেহ করি। ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক তা খুবই ভালো। সে আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না।’

জায়েদ খানকে ‘ভালো ছেলে’ উল্লেখ করে মৌসুমী অডিও বার্তায় একাধিকবার বলেন, ‘ও (জায়েদ খান) অনেক ভালো ছেলে, কখনোই আমাকে অসম্মান করেনি। সে আমাকে বিরক্ত করছে, উত্ত্যক্ত করছে এ কথাটি কেন বারবার আসছে জানি না।’

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *