Home / মিডিয়া নিউজ / মৌসুমীকে ধন্যবাদ জানিয়ে যা বললেন জায়েদ খান

মৌসুমীকে ধন্যবাদ জানিয়ে যা বললেন জায়েদ খান

জায়েদ খানের বিরুদ্ধে মৌসুমীকে হয়রানি, পাশাপাশি সংসার ভাঙার অভিযোগ এনেছেন ওমর সানী।

এ দিকে যাকে নিয়ে এই অভিযোগ তিনি অর্থাৎ মৌসুমী জানিয়ে দিয়েছেন জায়েদ খান তাকে অসম্মান করেনি।

শুধু তাই নয়, জায়েদ খানকে তিনি আজ এক অডিও বার্তায় ‘ভালো ছেলে’ উল্লেখ করেছেন।

মৌসুমীর এই অডিও বার্তার পর সন্তুষ্টি প্রকাশ করেছেন জায়েদ খান। এমনকি তিনি মৌসুমীকে ধন্যবাদও জানিয়েছেন।জায়েদ খান গণমাধ্যমে বলেছেন, ‘আপা (মৌসুমী) সব পরিষ্কার করে দিয়েছেন। আপাকে ধন্যবাদ।’

এ সময় ওমর সানীর ওপর তার আর কোনো ক্ষোভ আছে কিনা জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘ওমর সানী ভাইয়ের ওপর আমার কোনো ক্ষোভ বা আক্ষেপ নেই। উনি সিনিয়র মানুষ।

আমি যে সঠিক ছিলাম, আজকে আপার বক্তব্যই তা প্রমাণ করে।’জায়েদ খান বলেন, মিথ্যা অভিযোগ দিয়ে তিনি (ওমর সানী) আমাদের চলচ্চিত্রের মানুষদের ছোট করেছেন। মৌসুমী আপা আমাদের শ্রদ্ধার তাকেও তিনি ছোট করলেন। তার কোনো অভিযোগ থাকলে পারিবারিকভাবে সমাধান করতে পারতেন। তবে যে মিথ্যার আশ্রয় নিলেন তা আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। দেশের মানুষের কাছে চলচ্চিত্র শিল্পীদের হেয় করে তিনি কী পেলেন আমার জানা নাই।

তিনি আরও বলেন, আমরা শিল্পী আমরা সবার ভালোবাসায় বাঁচতে চাই। সম্মানের সঙ্গে বাঁচতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এই চলচ্চিত্রে এসেছিলাম শুধু ফিল্ম ভালোবাসি বলে। শিল্পীদের মানুষ ভালোবাসে। শিল্পীরা হবেন সাধারণের আইকন। অথচ এখানে একজন আরেকজনকে হেয় করছেন। এসব দেখে বাইরের মানুষ হাসে। আমরা লোক হাসানোর মতো কাজ না করি। নিজেদের সম্মানটা বজায় রাখি। সবারই পরিবার রয়েছে। এসব মিথ্যা খবর যখন ছড়ায় তারা কী মনে করেন একবার ভেবেছেন।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *