Home / মিডিয়া নিউজ / এটাই আমার জীবনের সেরা প্রাপ্তি: পূর্ণিমা

এটাই আমার জীবনের সেরা প্রাপ্তি: পূর্ণিমা

ঢাকাই চলচ্চিত্রের যে ক’জন নায়িকা আপন মাহিমার আলোয় নিজেকে উদ্ভাসিত করেছেন পূর্ণিমা

তাদের অন্যতম। পূর্ণিমা তার ভুবনজয়ী হাসিতে দর্শকদের আপনজনে পরিণত হয়েছেন। একটা সময়

নিয়মিতই তার অভিনয়ের ব্যস্ততা ছিল। তবে অভিনয়ের চেয়ে গত কয়েক বছর ধরে উপস্থাপনাতে

বেশি সময় দিচ্ছেন এবং তার উপস্থাপনা দর্শক পছন্দ করছেন। মঞ্চ কিংবা টিভি পর্দা দুই জায়গাতেই সাবলীল উপস্থাপনায় দর্শকদের মন কেড়ে নেন এই গুণী শিল্পী।

পূর্ণিমা ঈদের পর এখনো নতুন কোনো সিনেমার শুটিং শুরু করেননি। এসব বিষয় নিয়েই এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি।

প্রশ্ন: এখন কী নিয়ে ব্যস্ত আছেন?

পূর্ণিমা: রাজধানীর নিজ বাসাতেই অবস্থান করছি। শুটিং শুরু করিনি এখনো। বেশ কিছু কাজের প্রস্তাব আছে। সেগুলো শুরু করার বিষয়টি নিয়ে পরিকল্পনা সাজাচ্ছি।

প্রশ্ন: ঈদের পর বিনোদন অঙ্গনের অনেকেই কাজ শুরু করেছেন। আপনার বিলম্ব হচ্ছে কেন?

পূর্ণিমা: আসলে আমি বেশি কাজ করি না। মানসম্মত কাজের সঙ্গে থাকার চেষ্টা করি। কাজের সংখ্যা বাড়িয়ে তো লাভ নেই। গত কয়েক বছর ধরেই কিন্তু আমি এ পরিকল্পনা অনুসরণ করে অগ্রসর হচ্ছি। সফলতা ব্যর্থতার হিসাব করবেন দর্শক ও সংশ্লিষ্টরা।

প্রশ্ন: এভাবে যদি কম কাজ করেন তাহলে তো ভক্ত ও দর্শকরা বঞ্চিত হবেন আপনার অভিনয়শৈলী দেখার জায়গা থেকে?

পূর্ণিমা: আমাকে যারা ভালোবাসেন কিংবা আমার অভিনয় পছন্দ করেন তারা আমি কাজ না করলেও সব সময়ই আমার পাশে থাকবেন। এটা বিগত সময়ের অভিজ্ঞতা থেকে বলতে পারি। আমি অল্প বয়সে মিডিয়ায় কাজ শুরু করলেও আমার অভিনয় ক্যারিয়ারের প্রথম থেকেই দর্শকের কাছ থেকে অভাবনীয় সাড়া পাচ্ছি। আমি মনে করছি এটিই আমার জীবনের সেরা প্রাপ্তি।

প্রশ্ন: অনেকদিন ধরেই আপনাকে নাটকে অভিনয় করতে দেখা যায় না। এর কারণ কী?

পূর্ণিমা: বিশেষ কোনো কারণ নেই। আমার পরিকল্পনার সঙ্গে না মিললে তো আর অভিনয় করতে পারি না। যদি পছন্দ অনুযায়ী কাজ না পাই তাহলে নাটকেও সহসাই আমাকে দেখা যাবে না।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *