Home / মিডিয়া নিউজ / পোশাক ও মেকআপ নিয়ে সমালোচনার মুখে জয়া আহসান

পোশাক ও মেকআপ নিয়ে সমালোচনার মুখে জয়া আহসান

নেট-দুনিয়ায় জয়া আহসানের গ্রহণযোগ্যতা বেশ সম্মানজনক। তাই তাকে নিয়ে সমালোচনা তেমন

একটা হয় না। বরং তার কাজের সাফল্য নিয়ে নেটিজেনরা সবসময় প্রশংসায় পঞ্চমুখ থাকেন। এ

অভিনেত্রীও এমন বিতর্কিত কিছু করেন না, যা সমালোচনার রসদ যোগায়।তবে এবার সেই ধারা অব্যাহত থাকল না। পোশাক ও মেকআপ নিয়ে সমালোচিত হচ্ছেন জয়া। জয়া আহসানের পোস্ট করা ছবি দেখে বিস্মিত ভক্তরা। তাকে নাকি চেনাই যাচ্ছে না!

জয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার দুপুরে কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিগুলো কয়েক দিন আগের, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের। ছবিতে তাকে দেখা যাচ্ছে রুপালি গ্লিটারি টপ ও কালো প্যান্টে।তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারকরীদের একাংশের পছন্দ হচ্ছে না তার মেকআপ। অনেকে জয়ার এ লুককে তুলনা করেছেন ভারতের আলোচিত-সমালোচিত রাখি সাওয়ান্তের সঙ্গে।

জয়ার ছবিতে কমেন্টে একজন লিখেছেন, ‘আপনি জয়া আহসান। বিশ্বাসই হচ্ছে না।’ আরেকজন লিখেছেন, ‘অতিরিক্ত কোনো কিছুই ভালো না।’এক ভক্ত লিখেছেন, ‘এটা তুমি নও জয়া।’ আরেক ভক্ত কমেন্ট করেছেন, পোশাকের সঙ্গে মেকআপটা একদমই মানায়নি।অবশ্য উল্টো চিত্রও আছে, অর্থাৎ ভালো বলেছেন, এমন ভক্তও কম না। জয়ার নতুন লুককে তারা স্বাগত জানিয়েছেন ভালোর নানা উপমা দিয়ে।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *