Home / মিডিয়া নিউজ / আমি বাঁধনকে ১০–এ ১১ দিতে চাই: মম

আমি বাঁধনকে ১০–এ ১১ দিতে চাই: মম

২০০৬ সালে ‘লাক্স–চ্যানেল আই প্রতিযোগিতায়’ অংশ নেওয়ার মাধ্যমে পরিচয় আজমেরী হক বাঁধন,

জাকিয়া বারী মম, আফসান আরা বিন্দুর। সে বছর লাক্স–চ্যানেল আই সুপারস্টার হন জাকিয়া বারী মম,

প্রথম রানার আপ হয়েছিলেন বিন্দু, দ্বিতীয় হয়েছিলেন বাঁধন।তখন থেকে তাঁদের পথচলাও একসঙ্গে।

এরপর সময়ের সঙ্গে এগিয়ে চলেছেন তাঁরা। এখন নিজ নামেই দেশের দর্শকদের কাছে পরিচিত। সম্প্রতি এই তিন তারকার দেখা হয় চট্টগ্রামে। সেখানেই জমে ওঠে আড্ডা। হয়ে যান নস্টালজিক। দীর্ঘদিন পরে তাঁরা আবার ফিরে গেলেন ২০০৬ সালের দিনগুলোতে।

এই তিন তারকার আড্ডায় ঘুরেফিরে আসছিল ক্যারিয়ারে পা রাখা দিনগুলোর কথা। তবে এমন আড্ডা খুব মিস করেন মম। কথার শুরুতেই জানালেন, তাঁদের যোগাযোগ ছিল।

তাঁরা কখনোই ডিটাচ ছিলেন না। অনেক দিন আগের বন্ধুদের ফিরে পেলে যেমন হয়, সেভাবেই সময় কাটাচ্ছেন তাঁরা।এই অভিনেত্রী বলেন, ‘আমাদের অনেক দিন পর এভাবে আড্ডা হচ্ছে। সবকিছু শেয়ার করতে পারব না। ১৫ বছর সবার জীবনে পৃথিবীতে অনেক কিছু বদলে গেছে। এর মধ্যে আমরা পরিচয় নিয়ে বাড়তে পারছি, টিকে আছি, ভালো আছি, এটা বড় পাওয়া। লাক্স থেকে বের হওয়া, একসঙ্গে দারুচিনি দ্বীপ সিনেমায় শুটিং করা। আমাদের হাজারো স্মৃতি জড়ো হয়ে আছে। ভালো একটা সময় কাটছে।’

দীর্ঘ ১৫ বছর পর দেখা, সে সময়ে ফিরে যেতে পারলে কী করতেন? মম বলেন, ‘আমি আসলে সে সময়ে ফিরে যেতে চাই না। আমি সামনে এগিয়ে যেতে যাই। আরও ১৫ বছর পরও যেন ফোন দিয়ে আমাদের খোঁজখবর নেন, সেই চেষ্টাই থাকে আমাদের সম্পর্কের মাঝে। আমাদের এই বন্ধুত্বটা টিকে থাক আজীবন।’বন্ধু হলেও তাঁরা একে–অন্যকে এখনো আপু বলে সম্বোধন করেন। তাঁদের মধ্যে সবচেয়ে ছোট বিন্দু। আর সবার বড় মম। এই অভিনেত্রী বলেন,‘আমরা বন্ধু। কিন্তু শুরু থেকে একে–অন্যকে আপু ডাকতাম। এখনো সেভাবেই সম্বোধন করি।’

আড্ডায় ঘুরে আসছিল বাঁধন অভিনীত সিনেমা ‘রেহানা’র কথা। তাঁরা সবাই সিনেমাটি দেখেছেন। মম বললেন তিনি দুবার সিনেমাটি দেখেছেন। বাঁধনকে অভিনয়ের জন্য কত দেবেন এমন প্রশ্নে মম বলেন, ‘আমি বাঁধনকে ১০–এ ১১ দিতে চাই। আসলে ১০–এর মধ্যে আমি বাঁধনকে বেঁধে ফেলতে চাই না। তার নতুন জার্নিতে অভিনন্দন। সে যেভাবে সব বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে, এ জন্য তাঁকে অ্যাপ্রিশিয়েট করি।’

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *