Home / মিডিয়া নিউজ / নতুন করে ঘর বাধা হলো না কারিশমার!

নতুন করে ঘর বাধা হলো না কারিশমার!

কারিশমা কাপুর। অনেকদিন ধরেই তিনি সিঙ্গেল রয়েছেন। তবে মাঝে মাঝেই তাকে নিয়ে সরব হয়ে

ওঠে ভারতীয় মিডিয়। বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিলো যে- দিল্লির ব্যবসায়ী সন্দীপ তোশনিওয়ালের

সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। এর আগে ডিনার ডেট, পার্টি, পারিবারিক অনুষ্ঠান বেশকিছু স্থানেই

এ যুগলকে এক সঙ্গে দেখা গেছে। তাদের এই মেলামেশা দেখে অনেকেই ধারণা করে নিয়েছে যে- তারা হয়তো বিয়ে করবেন। অপেক্ষায়ও ছিলো কেউ কেউ! নতুন খবর হচ্ছে- সেই সম্পর্ক আ নেই। বিচ্ছেদ হতে চলেছে কারিশমা-সন্দীপের।

ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, কারিশমা কাপুর ও সন্দীপ তোশনিওয়ালের সম্পর্ক ভেঙে গেছে। সন্দীপের এক বন্ধু জানিয়েছেন, কারিশমা আর বিয়ের করতে চান না। তার ছেলেমেয়ে বড় হচ্ছে। এখন সব মনোযোগ তাদের দিকেই না কি কারিশমার।

উল্লেখ্য, ২০০৩ সালে সঞ্জয় কাপুরকে বিয়ে করেন কারিশমা। ২০১৬ সালে তাদের ১৩ বছরের সংসার ভেঙে যায়। গত বছর নভেম্বরে সন্দীপ তোশনিওয়ালও তার স্ত্রী ড. অশরিতাকে ডিভোর্স দেন।

সন্দীপ-অশরিতার বিচ্ছেদের পর প্রত্যেকেই আশা করেছিলেন, ‘বিবি নম্বর-১’ অভিনেত্রী দিল্লির ধনী সন্দীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন।

এর আগে অবশ্য এক সাক্ষাৎকারে কারিশমার বাবা রণধীর কাপুর সন্দীপ-কারিশমার বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন।

কারিশমার দুই সন্তান—সামাইরা ও কিয়ান। মায়ের সঙ্গে এই দুই ছেলেমেয়েকে বহুবার বাইরে দেখা গেছে। কারিশমার সাবেক স্বামী এখন প্রিয়া সহদেবকে বিয়ে করেছেন। তাদের ঘরে একটি সন্তান আছে।

সূত্র : পিংকভিলা

সূত্র : মুম্বাই মিরর, ইন্ডিয়া টুডে

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *