Home / মিডিয়া নিউজ / আমি সব সময় মানসম্মত কাজ করি: মম

আমি সব সময় মানসম্মত কাজ করি: মম

জাকিয়া বারী মম। গুণী এক অভিনেত্রীর নাম। নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যমেই নিজের অভিনয়

দক্ষতার স্বাক্ষর রেখেছেন।২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় জয়লাভ করেন

মম। এরপর ২০০৭ সালে তৌকির আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে

ড় পর্দায় আবির্ভাব তার। প্রথম ছবিতেই তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর অসংখ্য খণ্ড নাটক ও ধারাবাহিকে দেখা গেছে মমকে। এছাড়া প্রেম করব তোমার সাথে, ছুঁয়ে দিলে মন, দহনসহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।

মম করোনাকালে দীর্ঘদিন কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় এখন নিয়মিত কাজ করছেন এ অভিনেত্রী। নাটকের পাশাপাশি সিনেমায়ও নিয়মিত অভিনয় করছেন। আগামী মাসে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘আগামীকাল’। সম্প্রতি চলচিত্রসহ নানা বিষয়ে এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী।বর্তমান ব্যস্ততা নিয়ে মম বলেন, ঈদের পর কাজ শুরু করেছি। তবে খুব বেশি শুটিংয়ের ব্যস্ততা নেই। আগামী মাস থেকে কাজ নিয়ে ব্যস্ত হব। তাই এ সময়টা নিজের মতো করে পার করছি।

‘আগামীকাল’ সিনেমা নিয়ে নিজের প্রত্যাশা জানতে চাইলে বলেন, আমার অভিনীত নাটক কিংবা সিনেমা যাই হোক না কেন প্রতিটি কাজ নিয়েই আমার ব্যক্তিগত আশাবাদ থাকে অনেক বেশি। কারণ আমি মানসম্মত কাজ করি সব সময়। ‘আগামীকাল’ সিনেমাটির কাজ করেছি ২০১৯ সালে। করোনাভাইরাস দেশে সক্রিয় হওয়ার কারণে এটির মুক্তি বিলম্বিত হয়েছে। যা ৩ জুন মুক্তি পাচ্ছে। ‘এর সফলতা নিয়ে আমি বেশ আশাবাদী। নাট্য পরিচালক অঞ্জন আইচের এটি প্রথম সিনেমা। তিনিও অনেক পরিশ্রম করেই সিনেমাটি তৈরি করেছেন। আশা করি মুক্তি পেলে দর্শকরা সিনেমাটি আগ্রহ নিয়ে দেখবেন।’

নাটক, নাকি সিনেমা-কোনটিকে গুরুত্ব দিয়ে ক্যারিয়ার এগিয়ে নিতে চান? মম’র জবাব, আমি অভিনয় জীবনের শুরুতেই বিগ বাজেটের আলোচিত সিনেমায় অভিনয় করেছি। এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। তাই সিনেমা আমার ভালোলাগার একটি মাধ্যম। তবে নাটকও কম পছন্দের নয়। এ দুই মাধ্যমেই নিয়মিত কাজ করতে চাই। তবে দর্শকের মতামত কিংবা ভালোলাগাকেও গুরুত্ব দিতে চাই।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *