





নব্বইয়ের দশক থেকে চলচ্চিত্রে কাজ করছিলেন চলচ্চিত্র নৃত্যশিল্পী মিজানুর রহমান মোল্লা। বিশেষ






করে ঢালিউডের অমর নায়ক সালমান শাহসহ কয়েকশ সিনেমায় অনেক অভিনয় শিল্পীর সঙ্গে কাজ






করেছেন তিনি।জনপ্রিয় এই নৃত্য পরিচালক গত মঙ্গলবার রাত আড়াইটায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস তার ক্যারিয়ারে একশ সাতটি সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে একশ সিনেমায় পেয়েছেন নৃত্যশিল্পী মিজানকে।
অপু বিশ্বাস শোক প্রকাশ করে বলেন, ‘আমার একশ সাতটি সিনেমার মধ্যে অলমোস্ট একশ সিনেমায় আমরা একসঙ্গে কাজ করেছি। আমার সঙ্গে নাচ করেছেন। অনেক হেল্পফুল একজন মানুষ। ভালো মানুষ ছিলেন। সর্বশেষ আমার ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায়ও তিনি কাজ করেছেন। এইতো সেদিন একটি গানে আমরা একসঙ্গে পার্ফম করেছি। তার মৃত্যুর খবর শুনে খারাপ লেগেছে।’
পর্দার পিছনের মানুষদের কতটা মূল্যায়ন করা হয় এমন প্রশ্ন তুলে অপু বিশ্বাস বলেন, ‘একটি চলচ্চিত্র পর্দায় ফুটিয়ে তুলতে পর্দার পিছনের মানুষদের ভূমিকা অনেক। কিন্তু তাদের কতটা মূল্যায়ন করা হয়? একজন নির্মাতার সঙ্গে থাকেন বিশাল টিম। তাদের টিমওয়ার্কই একটা সুন্দর সিনেমা উপহার দিতে পারে। বিশেষ করে একজন নৃত্যশিল্পী, লাইট ম্যানরা হাড়ভাঙ্গা পরিশ্রম করেন। তাদের পরিশ্রমের কতটা মূল্যায়ন করা হয়? আমার মনে হয় আমরা তাদের সঠিক মূল্যায়ন করতে পারছি না।’