





ঢালিউড কিং শাকিব খান গত দুই দশকে একচেটিয়ে আধিপত্য করে যাচ্ছে ইন্ডাস্ট্রিতে। অনেক নায়ক






পাল্লা দিতে গিয়ে হারিয়ে গেছে। কিং খান প্রমাণ করেছেন তিনিই সেরা। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন।






কিং খানের সাথে পাল্লা দিতে হাজির ছিল এই প্রজন্মের চিত্রনায়ক সিয়াম আহমেদ।






চলচিত্র গুনীজনেরা মনে করছেন, শাকিব খানের সাথে পাল্লা দিতে অনেকটা সক্ষম হয়েছেন সিয়াম আহমেদ।
এবার ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘গলুই’ ও ‘বিদ্রোহী’, অন্যদিকে সিয়াম আহমেদ অভিনীত ‘শান’। দুই ঢালিউড নায়কের সিনেমাগুলোই বেশ আলোচনায় ছিল। নায়কদের নিয়ে বেশ জোরে সোড়ে আলোচনা হলেও নায়িকাদের নিয়ে আলোচনা নেই বললেও চলে। স্বাভাবিকভাবেই নায়িকাদের নিয়ে আলোচনা না হবার ফলে প্রশ্ন আসে, তবে কি নায়ক দাপটে কুপোকাত ঢালিউড নায়িকারা!
ঢালিউড কিং খানের ‘বিদ্রোহী’ সিনেমায় দেখা যায় চিত্রনায়িকা বুবলীকে। সিনেমার প্রচারের বুবলীর অনীহা চোখে পড়ার মত ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ২-১ বার তিনি লিখেছেন। সে পর্যন্তই ছিল বুবলীর সীমাবদ্ধতা। অন্যদিকে বুবলীর অভিনয় নিয়েও কোনো আলোচনা দেখা যায়নি বিভিন্ন চলচিত্র গ্রুপের মধ্যে।