





প্রেমের ছবির নির্মাতা হিসেবে খ্যাতি পেয়েছেন এস এ হক অলিক। তার পরিচালিত হৃদয়ের কথা,






আকাশ ছোঁয়া ভালোবাসা ছবি দুটি দর্শক হৃদয়ে জায়গা করে নেয়। ছবির গানগুলো আজো একই






রকম শ্রোতাপ্রিয়। তৎকালীন অশ্লীল ছবির রমরমা বাজারে অলিক সুস্থধারার চলচ্চিত্র নির্মাণ করে এক নতুন ইতিহাস রচনা করেছিলেন। হয়ে উঠেছিলেন তরুণ নির্মাতাদের আইকন।
এরপর আরও ভালোবাসবো তোমায়, এক পৃথিবী প্রেম নামে দুটি ছবি মুক্তি পায় এই পরিচালকের। তবে প্রথম দুই ছবির সাফল্যকে ছুঁতে পারেনি অলিকের চলচ্চিত্র দুটি। এবার ঈদ উল ফিতরে পরিচালক ঢাকাই ছবির কিং শাকিব খান ও পূজা চেরিকে জুটি করে মুক্তি দিয়েছেন গলুই। গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত ছবিটি মুক্তির আগে থেকেই ছিল আলোচনায়। এদিকে ছবি মুক্তিকে কেন্দ্র করে নতুন এক আলোচনার জন্ম। সেটি হলো গলুই ছবির শুটিং সেটেই নাকি শাকিব-পূজার প্রেমের সূত্রপাত! তবে চলচ্চিত্র পাড়ায় নায়ক-নায়িকার প্রেমের গুঞ্জন নতুন নয়। এর কোনোটি সত্য হয়, আবার মিথ্যা গুঞ্জনও কম চাউর হয় না।
বিষয়টি নিয়ে এস এ হক অলিকের কাছে জানতে চাইলে তিনি চ্যানেল 24 অনলাইনকে বলেন, দেখুন ছবির শুটিং এ প্রেম হয়েছে। এমন কিছুই আমার চোখে পড়েনি। প্রথমদিকে তো দুজনে একে অপরের সঙ্গে কথাই বলছিল না। কাজের সূত্র ধরেই বা কাজটি ভালোভাবে দর্শকের কাছে উপস্থাপন করার জন্যই শাকিব একজন সিনিয়র শিল্পী হিসেবে অনেক সহযোগিতা করেছে। পূজাও মানিয়ে নিয়েছে। আমি নিজেও দুজনকে সহজ করার জন্য মজা করতাম। তবে এমন কিছুই আমার চোখে পড়েনি।