





মনতাজুর রহমান আকবরের পরিচালনাধীন দুলাভাই জিন্দাবাদ সিনেমাটির ডাবিং শেষের দিকে। দীর্ঘদিন






পর এ সিনেমার মাধ্যমে ডিপজল ও মৌসুমী একসঙ্গে অভিনয় করেছেন। এর একটি গানে একসাথে পারফর্ম করতে গিয়ে দুজনেই লজ্জা পেয়েছেন বলে জানিয়েছেন মৌসুমী। সিনেমাটির ডাবিং করার সময় মৌসুমী তাদের লজ্জা পাওয়ার কথা বলেন। তিনি বলেন, গানটির শুটিং করতে গিয়ে আমি বেশ লজ্জা পেয়েছিলাম। আর ডিপজল ভাই আরো বেশি লজ্জা পেয়েছিলেন।
বাস্তবে উনি আসলে অনেক লাজুক। তিনি আমার সঙ্গে শট দিতে গেলেই লজ্জা পেতেন। কিন্তু একা শট দিতে কোনোরকম লজ্জা পেতেন না বরং খুব ভালো পারফরম্যান্স করেন। উল্লেখ্য, রাজেশ ফিল্মস প্রযোজিত এ সিনেমায় ডিপজল-মৌসুমী ছাড়াও চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও বিদ্যা সিনহা মিম জুটি বেঁধে অভিনয় করছেন। এছাড়া অভিনয় করছেন মিজু আহমেদ ও আহমেদ শরীফ প্রমুখ। কাহিনী লিখেছেন নাদের খান। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।