Home / মিডিয়া নিউজ / ‘হেপি ফেমিলি’ চঞ্চল-মিলির

‘হেপি ফেমিলি’ চঞ্চল-মিলির

মনপুরা সিনেমায় সফল জুটি চঞ্চল চৌধুরী-ফারহানা মিলি। ছবিতে একজন অপরজনকে ভালোবাসলেও

পরিণয় ঘটেনি। তবে এবার ঈদের জন্য নির্মিত নাটক ‘হেপি ফেমিলি’তে ঘটেছে এর উল্টোটা। দুজন-দুজনকে ভালোবেসে বিয়ে করেছেন তারা, আর তাদের ঘরে আসছে নতুন সদস্য। ঘটনাটি তাদের পরিবারের জন্য সুখবরই বটে। নাটকটিতে কাশেম ও ভানুমতি নামের চরিত্রে অভিনয় করেছেন তারা। বৃন্দাবন দাসের রচনা ও দীপু হাজরার পরিচালনায় নাটকটির গল্পে দেখা যায় হাশেম-কাশেম দুই ভাই। আলাদা সংসার। প্রতিদিন সকাল হলেই দুই পরিবারে শুরু হয় ঝগড়া, চলে ঘুমাবার আগ পর্যন্ত। কিন্তু গ্রামবাসীকে তারা বড় মুখ করে বলে আমরা হেপি ফেমিলি। গ্রামবাসীও জানে তারা কেমন হেপি ফেমিলি। একদিন বড় ভাই হাশেম বউয়ের ওপর রাগ করে বিষপান করতে বাইরে চলে যায়। দিন পার হয়ে গেলেও বাড়ি ফেরে না সে। সবাই উদ্বিগ্ন। সত্যিই কি হাশেম মরে গেল? এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘হেপি ফেমিলি’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, ফজলুর রহমান বাবু, শাহানাজ খুশী, মাসুদ রানা মিঠু, দিব্য জ্যোতি, শম্য জৌতি, বেলাল প্রমুখ। ‘হেপি ফেমিলি’ নাটকটি আসছে ঈদে গাজী টিভিতে প্রচার হবে।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *