Home / মিডিয়া নিউজ / প্রথমবারের মতো সজলের সঙ্গে মিথিলা

প্রথমবারের মতো সজলের সঙ্গে মিথিলা

টিভি নাটকে ও বিজ্ঞাপনে প্রিয়মুখ মিথিলা। নিয়মিত কাজ না করলেও পর্দায় সরব থাকেন প্রায়ই।

বিশেষ করে ঈদ কিংবা যেকোনো উৎসব আয়োজনে দেখা মেলে মিথিলার। এরই ধারাবাহিকতায় সমপ্রতি নতুন

একটি নাটকের কাজ শেষ করলেন তিনি। এতে প্রথমবারের মতো জুটি বাঁধলেন জনপ্রিয় অভিনেতা সজলের সঙ্গে।

নাটকের নাম ‘যেমন খুশি তেমন সাজো’। এটি রচনা ও পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ফাহমি। নাটক প্রসঙ্গে সজল বলেন, আমার মনে হয় দর্শক গ্রহণ করবেন নাটকটি।

আর মিথিলার সঙ্গে এবারই প্রথম কোনো নাটকে কাজ করলাম। আশা করছি আমাদের এ জুটি দর্শক গ্রহণ করবেন। সজল আরো জানান, গত ১২ ও ১৩ই মে নাটকটির শুটিং হয়েছে।

এতে মিথিলাকে দেখা যাবে সজলের ঘনিষ্ঠ বান্ধবীর চরিত্রে। এছাড়া নাটকে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। তিনি থাকছেন সজলের স্ত্রী হিসেবে।

আসছে ঈদুল ফিতরে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *