Home / মিডিয়া নিউজ / অস্ট্রেলিয়ায় যেভাবে কাটছে শাবনূরের সময়

অস্ট্রেলিয়ায় যেভাবে কাটছে শাবনূরের সময়

চলতি বছর শুরুর দিকে দেশে আসেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শাবনূর। বলেছিলেন,

দীর্ঘদিন দেশে থাকবেন। তবে কিছুদিন যেতে না যেতেই জরুরি প্রয়োজনে আবারও অস্ট্রেলিয়া চলে

যান এই অভিনেত্রী। সেসময় তিনি জানিয়েছিলেন, একমাত্র ছেলে আইজান নেহানের উজ্জ্বল ভবিষ্যতের কথা

চিন্তা করেই তার এই চলে যাওয়া। অস্ট্রেলিয়ার সিডনির একটি স্কুলে ছেলেকে ভর্তি করিয়ে আবারও দেশে আসবেন এই চিত্রনায়িকা। সেই থেকে সিডনিতে অবস্থান করছেন শাবনূর।

পাঠকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, বাংলা সিনেমার দাপুটে এই অভিনেত্রী অস্ট্রেলিয়ায় কীভাবে সময় পার করেন? জানা গেছে, সংসার জীবন নিয়েই এখন ব্যস্ত থাকতে হয় শাবনূরকে। সময় পেলেই স্বামী-সন্তানকে নিয়ে ঘুরতে বের হন তিনি। সম্প্রতি ফেসবুকে এমনই কিছু ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, পরিবারের সঙ্গে ঘুরতে যান এই অভিনেত্রী।

জানা গেছে, গতকাল সিডনিতে একটি পার্কে পিকনিকের আয়োজন করেছিলেন শাবনূর। আর সেখানে গিয়েছিলেন চলচ্চিত্র অভিনেতা শ্রাবণ খান। ঘরোয়া আয়োজনের এই মুহূর্তের ছবিগুলো তোলেন শ্রাবণ খান, যা পরবর্তীতে প্রকাশ করা হয় ফেসবুকে।

উল্লেখ্য, ২০১১ সালে অস্ট্রেলিয়া প্রবাসী অনিক মাহমুদকে বিয়ে করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর। বিয়ের দুই বছরের মাথায়, স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে যান তিনি। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তাদের ছেলে আইজানের জন্ম।

এদিকে, শাবনূর সর্বশেষ মোস্তাফিজুর রহমান মানিকের ‘এতো প্রেম এতো মায়া’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। যার শুটিং এখনও শেষ হয়নি।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *