





আইটেম কন্যা খ্যাত বিপাশা কবির তার বয়ফ্রেন্ডকে না নেওয়ায় চুক্তিবদ্ধ হওয়া দুটি সিনেমা ছেড়ে






দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে মামলা করেছেন প্রযোজক পরিচালক দেলোয়ার






হোসেন (ডি হোসেন)। প্রযোজক পরিচালক অভিযোগ করেন, গত ১৭ জানুয়ারী বিপাশা তার নির্মিতব্য






দুটি সিনেমা ‘র্যাব ভার্সেস টপটেরর’ ও ‘লেডি টারজান’-এ চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু শুটিং শুরুর আগে বিপাশা জানতে চান তার নায়ক কে? প্রযোজক নায়কের নাম বললে নায়িকা বেঁকে বসেন। তিনি তার বিপরীতে নিজের এক ফ্রেন্ডকে নেওয়ার দাবি তোলেন। প্রযোজক পরিচালক তাতে রাজি না হলে তিনি সিনেমা দুটি করবেন না বলে জানিয়ে দেন।
প্রযোজক সূত্রে জানা যায়, ‘শুটিং শুরুর মাত্র দুই দিন আগে এমন ঘটনা ঘটে। এতে করে প্রযোজক প্রায় দেড় লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন।’ বিপাশা জানান, ‘প্রযোজকের অনেক বিষয়ের সঙ্গে একমত হতে না পারায় তিনি সিনেমাটি ছেড়ে দিয়েছেন এবং প্রযোজকের দেওয়া চেকও তিনি জমা দেননি।’
বিষয়টি সিনেমার নেতা আর মুরব্বিদের হস্তক্ষেপে সমঝোতা হয়ে গেছে। তবে কে এই বিপাশার ফ্রেন্ড। গুঞ্জন শোনা যাচ্ছে, বিপাশা যাকে ফ্রেন্ড বলছেন আদতে তিনি বিপাশার বয়ফ্রেন্ড। তার নাম সঞ্জু। আলোচিত সিনেমা ঢাকা অ্যাটাকের জনপ্রিয় আইটেম সং ‘টিকাটুলীর মোড়ে’ তে অংশ নিয়েছিলেন সঞ্জু।