





ছোট পর্দার পরিচিত মুখ শবনম ফারিয়া। সম্প্রতি তার বিয়ের গুজব ছড়িয়ে পড়ে। এমন খবরে






বিরক্ত তিনি। আপাতত ঈদের নাটকের কাজ নিয়েই ব্যস্ত সময় কাটছে এই অভিনেত্রীর।






এ প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, ‘প্লিজ, আমার বিয়ের নিউজ আমাকেই দিতে দেন। এত তাড়াহুড়া কেন রে ভাই?’
তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার এবং অপুর ফ্যামিলি, আত্মীয়স্বজন আছে। আমাদের কাজের জবাবদিহি করতে হয়। মিডিয়ায় কাজ করলে যে কাজের বাইরে আলাদা একটা জীবন আছে যেখানে আমি তারকা না, বাসার ছোট মেয়ে এটা কেন ভুলে যাচ্ছেন?’
এবারের ঈদে বেশ কিছু নাটকে অভিনয় করতে দেখা যাবে চলতি প্রজন্মের এই জনপ্রিয় অভিনেত্রীকে। পুরো রোজার মাস জুড়েই শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন এই অভিনেত্রী।