Home / মিডিয়া নিউজ / অভিনয়ে এসে নাম বদলেছেন যেসব ঢালিউড তারকারা

অভিনয়ে এসে নাম বদলেছেন যেসব ঢালিউড তারকারা

তারকাদের আপনি যে নামে চিনেন। অনেকেরই কিন্তু আসল নাম সেটা নয়। পরিবার থেকে দেয়া

নামটি বদলে ফেলেছেন ক্যারিয়ারের স্বার্থে। শাবানা, শবনম, শাবনূর এই তিনজন আসল নাম

সিনেমায় ব্যবহার করেননি। অবশ্য তারা নিজেরা নাম পরিবর্তন করেননি। প্রখ্যাত চলচ্চিত্রকার

এহতেশাম তাঁদের এই সিনেমাটিক নাম দেন। তার হাত ধরেই এসব নায়িকার সিনেমায় আসা। ‘শ’ অক্ষরটির প্রতি দুর্বল ছিলেন এই নির্মাতা। আর পুরুষ শিল্পীদের জন্য তার অক্ষর ছিল ‘ন’। যেমন- নাদিম, নাইম।

মাসুদ রানা থেকে বনে গেলেন শাকিব খান। মো. স্বপন হয়ে গিয়েছিলেন আমিন খান। মোহাম্মদ জহিরুল হক হয়েছেন জায়েদ খান।

ভারতেও রয়েছে এই কালচার। যেমন দুই মহারথি, পঞ্চাশের দশকে বলিউডে ইউসুফ খান অভিনয়ে এসে হয়ে গেলেন দিলীপ কুমার। টালিগঞ্জের কেদারনাথ হয়েছেন উত্তম কুমার। এ দেশের চলচ্চিত্রে ওবায়দুল হক হয়েছিলেন কিরণ কুমার।

মজার ব্যাপার হলো, আমাদের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের প্রায় সবাই নিজেদের নাম বদল করেছিলেন। যেমন নায়ক আলমগীরের আসল নাম ছিল মহিউদ্দিন আহমেদ। অঞ্জলী ঘোষ থেকে ‘লী’ ফেলে অঞ্জু হয়ে গেলেন। মিনা পাল হয়েছেন কবরী। ফরিদা আক্তার পপি হয়েছেন ববিতা, তবারুক আহমেদ হয়েছেন বুলবুল আহমেদ, আবদুস সামাদ থেকে টেলিসামাদ। এ রকম আরও অনেকে নাম বদলিয়েছেন। অথবা নামটা ছেটে ছোট করে ফেলেছেন। পরিবার থেকে নামটা পরিবর্তণ করার পেছনে অনেক কারণও রয়েছে। সে গল্পটা যাই হোক। উদ্দেশ্যটা ছিল জনপ্রিয়তা পাওয়া।

রাজ্জাক -আবদুর রাজ্জাক, নাদিম- নাজিম বেগ,ফারুক- আকবর হোসেন পাঠান দুলু, নূতন- ফারহানা আমির রত্না, মাহমুদ কলি- মাহমুদুর রহমান ওসমানী, মিজু আহমেদ- মিজানুর রহমান, মান্না- আসলাম তালুকদার, রোজিনা- রওশন আরা রেনু, রোজী- শামীম আক্তার, শওকত আকবর- সাইয়েদ আকবর হোসেন, শবনম- নন্দিতা বসাক ঝর্ণা, শর্মিলী আহমেদ- মাজেদা মল্লিক, শাবানা- আফরোজা সুলতানা রত্না, সুচন্দা- কোহিনূর আক্তার, সুচরিতা- বেবি হেলেন, সুজাতা- তন্দ্রা মজুমদার, সুনেত্রা- ফাতেমা হক, সুমিতা দেবী- হেনা ভট্টাচার্য, সুলতানা জামান- মীনা জামান], সোহেল রানা- মাসুদ পারভেজ, রুবেল- মাসুম পারভেজ, ইলিয়াস কাঞ্চন- ইদ্রিস আলী, সালমান শাহ- শাহরিয়ার ইমন, চম্পা- গুলশান আরা, রিয়াজ-রিয়াজ উদ্দিন আহমেদ, শাবনুর- কাজী শারমিন নাহার নূপুর, মৌসুমী- আরিফা জাহান, পূর্ণিমা- দিলারা হানিফ রিতা, অপু বিশ্বাস- অপু শ্রাবন্তী বিশ্বাস, মাহিয়া মাহি- শারমীন আক্তার নিপা, মিশা সওদাগর- শাহিদ হাসান, খলিল- খলিলুল্লাহ খান, দোয়েল- ইফতে আরা ডালিয়া।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *