Home / মিডিয়া নিউজ / রিয়াজ ও শাওনের উপস্থাপনায় বিটিভির ঈদ আনন্দমেলা

রিয়াজ ও শাওনের উপস্থাপনায় বিটিভির ঈদ আনন্দমেলা

আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে তৈরি হচ্ছে বিটিভির ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলা।

এবারের আনন্দমেলায় উপস্থাপনা করবেন চিত্রনায়ক রিয়াজ এবং অভিনেত্রী-কণ্ঠশিল্পী শাওন।

এ প্রসঙ্গে রিয়াজ বলেন, বিটিভির জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে ‘আনন্দমেলা’ অন্যতম।

বরাবরই নানা ধরনের বিশেষত্ব নিয়ে উপস্থাপন হচ্ছে ঈদের ‘আনন্দমেলা’। এবারও ভিন্ন আঙ্গিকে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। আমি আর শাওন গল্পে গল্পে উপস্থাপন করব পুরো অনুষ্ঠানটি।

শাওন বলেন, আমি উপস্থাপক নই। তবে এবারের আনন্দমেলায় সঙ্গে থাকছেন আমার দীর্ঘদিনের সহকর্মী রিয়াজ। গতানুগতিক উপস্থাপনা এবার থাকছে না, রিয়াজ ভাই আর আমি গল্পে গল্পে পুরো অনুষ্ঠানটি উপস্থাপন করবো। আর সে জন্যই আমি অনুষ্ঠানটির বিষয়ে আগ্রহী হয়েছি। এবারের ঈদে আর কোনো অনুষ্ঠানে আমি থাকছি না, আনন্দমেলাতেই ভক্ত দর্শকরা আমাকে পাবেন।

একটা কথা না বললেই নয়, বিটিভিতেই আমার শিল্পী সত্ত্বার জন্ম এবং বেড়ে ওঠা। তাই এই অনুষ্ঠানে থাকতে পেরে নিজের শেকড়ের কাছে ফিরে যাওয়ার অনুভূতি অনুভব হচ্ছে। বিটিভির মহাপরিচালক এস. এম. হারুন-অর-রশীদের পরিকল্পনা ও গ্রন্থণায় এবারের ঈদ আনন্দমেলা পরিচালনা করবেন মাহফুজা আক্তার। প্রচারিত হবে ঈদের রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *