





সিনেমায় একসাথে দেখা গেলেও এবার রিয়াজ ও মৌসুমী বিজ্ঞাপন জুটি হয়ে ক্যামেরার সামনে






দাঁড়াচ্ছেন। এবি গ্রুপের থাই বেবি ডায়াপারের বিজ্ঞাপনে দেখা যাবে মৌসুমী-রিয়াজকে। প্রতীক কমিউনিকেশনের ব্যানারে নির্মাণ করছেন চলচ্চিত্র নির্মাতা মনিরুল ইসলাম সোহেল।






এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর উত্তরায় অবস্থিত মৌসুমীর রেস্তোরাঁ মেরি মন্টানায় বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বিজ্ঞাপনের চুক্তিপত্রে স্বাক্ষর করেন মৌসুমী ও রিয়াজ। আরো উপস্থিত ছিলেন এবি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. আবুল হোসেন ও নির্মাতা মনিরুল ইসলাম সোহেলসহ অনেকে।
নতুন বিজ্ঞাপন প্রসঙ্গে মৌসুমী বলেন, রিয়াজকে নিয়ে প্রথমবারের মতো বিজ্ঞাপন করছি এটা আনন্দের। বাচ্চাদের পণ্যের কাজ। বাচ্চাদের নিয়ে যেকোনো কিছুই করতে ভালো লাগে। এখানে আমরা স্বামী-স্ত্রী হিসেবে হাজির হবো। আশা করছি মানসম্মত একটি টিভিসি বানাবেন সোহেল। শিগগিরই বিজ্ঞাপনটির নির্মাণ শুরু হচ্ছে। প্রচার হবে ঈদুল আজহা থেকে।