





জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। ইতিপূর্বে নানা চরিত্রে পর্দায় হাজির হয়েছেন এই অভিনেত্রী। এবার তাকে দেখা যাবে পতিতা চরিত্রে।






ডার্লিং শিরোনামের একটি টেলিফিল্মে এমন চরিত্রে অভিনয় করেছেন তিনি।






টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন শাহীন স্বাধীন।
টেলিফিল্মের গল্প প্রসঙ্গে পরিচালক শাহীন স্বাধীন বলেন, ‘রানী পেশায় পতিতা। জীবনের প্রতি বিতৃষ্ণা থেকে সে আর বেঁচে থাকতে চায় না। যতবার সে নিজের অনিশ্চিত ভবিষ্যৎকে নিশ্চিত করতে পরম বিশ্বাসের সঙ্গে হাত বাড়িয়েছে, ততবারই নিয়তির গোলকধাঁধায় সে দিকভ্রান্ত। অথচ গোপনে সে সবার প্রিয়, সবারই ডার্লিং রানী।’
সম্প্রতি বিভিন্ন লোকেশনে টেলিফিল্মটির দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে। এতে রিচি ছাড়াও আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, সাবেরী আলম, সিয়াম প্রমুখ। ২৬ মে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে টেলিফিল্মটি প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।