Home / মিডিয়া নিউজ / এক সেলফিতেই পাল্টে গেল সাইমার জীবন

এক সেলফিতেই পাল্টে গেল সাইমার জীবন

এক সেলফিই পাল্টে দিয়েছে সাইমা হুসেন মিরের জীবন। কিছুদিন আগে ’রইস’ ছবির প্রচারে

পুণের একটি কলেজের ক্যাম্পাসে ছাত্র–ছাত্রীদের সঙ্গে দেখা করেছিলেন শাহরুখ খান। সেখানে

শিক্ষার্থীদের সঙ্গে গ্রুপফি তোলেন। সেই গ্রুপফিতেই ছিলেন শ্রীনগর থেকে পড়তে আসা সাইমা হুসেন মির। সেই ছবি পোস্ট করতেই সারা দেশের নজর কেড়ে নেন এই কাশ্মীরি তরুণী। তারপর থেকেই ক্রমাগত বিয়ের প্রস্তাব পাচ্ছেন সাইমা। রাতবিরাতে বেজে উঠছে ফোন। যাদের কাছে ফোন নম্বর নেই, তারা ফেসবুকেই বিরক্ত করছেন সাইমাকে।

কয়েকদিন আগে সাইমা নিজের আঁকা একটি ছবি ফেসবুকে আপলোড করেন। ছবির ক্যাপশনে লিখেছিলেন ’নট জাস্ট এ প্রিটি ফেস’। তারপরেই এই ছবিটিতে অন্তত দুই হাজার লাইক এবং ২০০টি কমেন্ট পোস্ট হয়। যা কোনো সেলিব্রেটির থেকে কম নয়।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *