Home / মিডিয়া নিউজ / বাসায় এসে খোঁজ নেন না কেউ, ঘরের ভেতরটাই এখন প্রবীর মিত্রের পৃথিবী

বাসায় এসে খোঁজ নেন না কেউ, ঘরের ভেতরটাই এখন প্রবীর মিত্রের পৃথিবী

ঢাকাই সিনেমার অন্যতম কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। কর্মজীবনে প্রায় চার শতাধিক সিনেমায়

অভিনয় করে দর্শকের মাঝে বেশ সাড়া পেয়েছেন তিনি। তবে বেশকিছু দিন হলো, শারীরিক অসুস্থতার

কারণে অভিনয় জগত থেকে নিজেকে আড়াল রেখেছেন গুণী এই অভিনেতা। মাঝে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছিল তাকে।

তবে বর্তমানে অনেক ভালো আছেন তিনি। হাঁটা-চলাও করতে পারছেন।

আজ সকালে প্রবীর মিত্রের পুত্রবধূ সোনিয়া ইয়াসমিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।

সোনিয়া ইয়াসমিন বলেছেন, ‘বাবা এখন অনেকটা ভালো আছেন। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা। সবাই তার জন্য আশীর্বাদ করবেন।’

তিনি আরও বলেন, ‘মাঝে তার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে, সৃষ্টিকর্তার কৃপায় এখন বেশ ভালো আছেন।’

প্রবীর মিত্রের সময় কাটছে কীভাবে জানতে চাইলে তিনি বলেন, ‘বাবা তো ঘরেই থাকেন। কখনো বই পড়েন, কখনো টিভি দেখেন, কখনো পত্রিকা পড়েন। ঘরের ভেতরটাই এখন বাবার পৃথিবী।’

চলচ্চিত্র শিল্পের কেউ খোঁজ-খবর রাখেন কিনা জানতে চাইলে সোনিয়া সোনিয়া ইয়াসমিন বলেন, ‘করোনার জন্য কেউ বাসায় এসে খোঁজ নেন না। পরিস্থিতি ভালো হলে নিশ্চয়ই আসবেন।’

তার কোনো আফসোস আছে কিনা এমন প্রশ্নের জবাবে সোনিয়া ইয়াসমিন বলেন, ‘আগে কখনো আফসোস করতেন না কিংবা শেষ ইচ্ছে নিয়ে কিছু বলতেন না। কিন্তু, ইদানীং আফসোস করেন। অনেকেই তো সরকারি প্লট পেয়েছেন, বাবা পাননি। এটা নিয়ে কিছুটা আফসোস করেন। তিনি যখন এসব বিষয়ে কথা বলেন তার মাঝে এক ধরনের হতাশা কাজ করে। ওপরের দিকে তাকিয়ে থাকেন।’

প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছেন। তিনি আর্থারাইটিজ রোগে আক্রান্ত। এ রোগে তার হাড়ে ক্ষয় ধরেছে।

প্রসঙ্গত, ১৯৬৯ সালে ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় প্রথমবারের মতো পা রাখেন প্রবীর মিত্র। এরপর একনাগারে বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করে ভক্তদের মনের মাঝে জায়গা করে নেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্য রয়েছে- মধুমিতা, তালাক, পুত্রবধূ, রসের বাঈদানি,বড় ভালো লোক ছিল, ইত্যাদি।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *