Home / মিডিয়া নিউজ / ‘শুধু মাশরাফি বিন মর্তুজার কথাই বলবো’

‘শুধু মাশরাফি বিন মর্তুজার কথাই বলবো’

মারিয়া নূর বাংলাদেশের একজন জনপ্রিয় উপস্থাপিকা, বিশেষ করে ক্রিকেটে। ছোট পর্দায় তাকে

কয়েকবার অভিনয় করতে এবং নাচতেও দেখা গেছে। বহু গুণে গুণান্বিত বাংলাদেশের এই জনপ্রিয়

উপস্থাপিকা তার আইডল উপস্থাপক প্রসঙ্গে বলেন, ’ঠিক আইডল বলবো না, তবে আমি এলিন

ডি-জেনারেসের উপস্থাপনা করা কিছু শো নিয়মিত দেখি।’ ’সুপার শেফ’ নামক রান্নার অতিথি বিচারক মারিয়া নূর ’গেম শো’রও উপস্থাপনা করে থাকেন। ’ক্রিকেট’ উপস্থাপনায় পারদর্শী মারিয়া নূর বলেন, ’হ্যাঁ, ক্রিকেট উপস্থাপনা করতে গেলে অনেক স্টাডি করতে হয়, অনেক আপডেট থাকতে হয়। আমি আপডেট থাকি। নিয়মিত ক্রিক ইনফো দেখি।

এ ছাড়া বাংলাদেশের ভালো ভালো স্পোর্টস রিপোর্টারের রিপোর্ট পড়ি, ক্রিকেটবিষয়ক ফিচার পড়ি। আর যখন কোনো ব্যক্তিকেন্দ্রিক অনুষ্ঠানে আমাকে উপস্থাপনা করতে হয়, তখন আমি ওই ব্যক্তির সম্পর্কে একদম প্রথম থেকে স্টাডি করে নিই। এভাবেই ম্যানেজ করি বিষয়গুলো।’

তিনি বলেন, “রান্না করা আমার পছন্দের কাজ। বাড়িতে রান্নাবান্না করে থাকি। তাই নিজের মধ্যেই রান্নার চর্চা হচ্ছে। সামনেই ’নাগরিক টিভি’তে দর্শকরা আমার উপস্থাপনায় রান্নার অনুষ্ঠান দেখতে পাবেন।” মারিয়াকে টেলিভিশনে নাচতেও দেখা গেছে দু-তিনবার। এ প্রসঙ্গে তিনি বলেন, ’কেবল শখের বশে আনন্দ করতে নেচেছি। নাচ নিয়ে ক্যারিয়ার গড়ার ইচ্ছা নেই। তবে ইউটিউবে দেখলাম, আমার নাচ খুব জনপ্রিয় হয়েছে। ভালোই লেগেছে।’

বাংলাদেশের কোন ক্রিকেটারকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন? কেন করেন? এর জবাবে মারিয়া নূর বলেন, ’মাশরাফি বিন মর্তুজা। একজন মানুষ এতগুলো ইনজুরি নিয়েও দেশের পক্ষে খেলে যাচ্ছেন! এ ছাড়া তার ক্যাপ্টেন্সিও খুবই ব্রিলিয়ান্ট। তাই তাকে খুব ভালো লাগে। হ্যাঁ, সাকিব-মাহমুদউল্লাহ-উনাদেরও ভালো লাগে। তবে শুধু একজনের নাম বলতে বললে মাশরাফি বিন মর্তুজার কথাই বলবো।’ অভিনয় প্রসঙ্গে মারিয়া বলেন, ’নিয়মিত অভিনয় চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই; আমি কেবল উপস্থাপনা নিয়েই থাকতে চাই।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *