Home / মিডিয়া নিউজ / ফেসবুকে তিন্নির নতুন ভিডিও প্রকাশ

ফেসবুকে তিন্নির নতুন ভিডিও প্রকাশ

শ্রাবস্তী দত্ত তিন্নির গাওয়া একটি গানের ভিডিও কিছু দিন আগে ছড়িয়ে পড়েছিল ফেসবুকে। ভিডিওটি তিন্নি নিজেই তার ফেসবুক টাইমলাইনে প্রকাশ করেছিলেন।সম্প্রতি তিন্নির নতুন একটি ভিডিও ফেসবুকে পাওয়া গিয়েছে। ১১ ঘণ্টা আগে ভিডিওটি পোস্ট করা হয় ফেসবুকে। নিজের অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করে তিন্নি লিখেন; ’Ma ami aj tomar theke ja peyechi ta Harate ba nijekeke harate debona anymore. Tumi Shudu mone rekho Ami Tomar prothom মা হওয়ার অনুভূতি। আর তুমি আমার মেয়ের কাছে মা এর শূন্যস্থান পূর্ণ হওয়া। মা আমার পথচারী হওয়া একটা পরীখ্যা মা। ক্ষমা করো আমায় কষ্ট দিলাম বলে, কিন্তু কথা দিলাম মাঁ, মরার পর হলেও তুমি হবে আমারই মাঁ।’
-bd24live.com

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *