Home / মিডিয়া নিউজ / ১৫০ একর জমির উপর রয়েছে সলমনের বাগান বাড়ি, কী না নেই সেখানে!

১৫০ একর জমির উপর রয়েছে সলমনের বাগান বাড়ি, কী না নেই সেখানে!

মহারাষ্ট্রের পানভেল সংলগ্ন জঙ্গল এলাকায় ১৫০ একর জমিতে রয়েছে সলমন খানের বাগান বাড়িটি (ছবি- টুইটার)

সলমন তাঁর বাগান বাড়িটির নামকরণ করেছেন আদরের ছোট বোন অর্পিতার নামে। এটা অর্পিতা ফার্মহাউস বলেই পরিচিত। (ছবি-টুইটার)

সলমনের বাগান বাড়িতে মা সলমা খান ও অন্যান্যরা। (ছবি-টুইটার)

সলমনের এই বাগান বাড়িতেই একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালানো হয় বলে জানা যায়। (ছবি-টুইটার)

ভাগ্নে আহিলের সঙ্গে বাগান বাড়িতে সলমন। (ছবি-টুইটার)

সলমনের বাগান বাড়িতে রয়েছে গণেশ মূর্তি। সলমন যে গণেশের ভক্ত একথা হয়ত এতদিনে অনেকেই জানেন। (ছবি-টুইটার)

সুইমিং পুল, জিম থেকে শুরু করে সবকিছুই রয়েছে এই বাগান বাড়িতে। (ছবি-টুইটার)

সলমনের ফার্ম হাউসের নানান ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার পাতায়। (ছবি-টুইটার)

নিজের বাগান বাড়িতে সলমন প্রায়ই পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যান। (ছবি-টুইটার)

সলমনের বাগান বাড়িতে তাঁর পরিবারের সদস্যরা। (ছবি-টুইটার)

সলমনের বাগান বাড়িতে অর্পিতা খান শর্মা ও আয়ুষ শর্মা। (ছবি-ইনস্টাগ্রাম)

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *