





মহারাষ্ট্রের পানভেল সংলগ্ন জঙ্গল এলাকায় ১৫০ একর জমিতে রয়েছে সলমন খানের বাগান বাড়িটি (ছবি- টুইটার)






সলমন তাঁর বাগান বাড়িটির নামকরণ করেছেন আদরের ছোট বোন অর্পিতার নামে। এটা অর্পিতা ফার্মহাউস বলেই পরিচিত। (ছবি-টুইটার)






সলমনের বাগান বাড়িতে মা সলমা খান ও অন্যান্যরা। (ছবি-টুইটার)
সলমনের এই বাগান বাড়িতেই একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালানো হয় বলে জানা যায়। (ছবি-টুইটার)
ভাগ্নে আহিলের সঙ্গে বাগান বাড়িতে সলমন। (ছবি-টুইটার)
সলমনের বাগান বাড়িতে রয়েছে গণেশ মূর্তি। সলমন যে গণেশের ভক্ত একথা হয়ত এতদিনে অনেকেই জানেন। (ছবি-টুইটার)
সুইমিং পুল, জিম থেকে শুরু করে সবকিছুই রয়েছে এই বাগান বাড়িতে। (ছবি-টুইটার)
সলমনের ফার্ম হাউসের নানান ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার পাতায়। (ছবি-টুইটার)
নিজের বাগান বাড়িতে সলমন প্রায়ই পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যান। (ছবি-টুইটার)
সলমনের বাগান বাড়িতে তাঁর পরিবারের সদস্যরা। (ছবি-টুইটার)
সলমনের বাগান বাড়িতে অর্পিতা খান শর্মা ও আয়ুষ শর্মা। (ছবি-ইনস্টাগ্রাম)