Home / মিডিয়া নিউজ / মক্কা থেকে ফিরে নোবেলকে বিয়ে করছেন পূর্ণিমা!

মক্কা থেকে ফিরে নোবেলকে বিয়ে করছেন পূর্ণিমা!

বাংলাদেশি নায়িকা পূর্ণিমা। বর্তমানে মা ও মেয়েকে নিয়ে ওমরাহ পালনে মক্কায় অবস্থান

করছেন তিনি। এরই মধ্যে তিনজনই মিলে ওমরাহও পালন করেছেন তারা।

এদিকে বৃহস্পতিবার রাতে পূর্ণিমা দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে নিজের ফেসবুক মেসেঞ্জারে এমন তথ্য দিয়েছেন তিনি। জানিয়েছেন, বৃহস্পতিবার দেশে ফিরে আসছি।

এর আগে, নিজের ফেসুবক ওয়ালে মক্বা শরীফের ছবি শেয়ার করেছেন পূর্ণিমা। ছবির ক্যাপশনে লিখেছেন– ‘আল্লাহু আকবার’।

একসময় গুঞ্জন উঠেছিল পূর্ণিমা আর অভিনয় করবেন না। নায়িকার কাছে জানতে চাওয়া হয়, দেশে ফিরে আর অভিনয় করবেন কিনা? পূর্ণিমা বলেন, দেশে ফিরেই ‘মেঘ বলেছে যাব’ শিরোনামের একটি নাটকের কাজ শুরু করবো আমি। এই নাটকে প্রথমবার নোবেলের নায়িকা হবো।

জানা গেছে, ‘মেঘ বলেছে যাব’ নাটকটি রচনা করছেন মেহরাব জাহিদ। এটি পরিচালনা করছেন শেখ সেলিম। রাজধানীর বিভিন্ন লোকেশনে চলতি মাসের শেষ প্রান্তে নাটকের শুটিং হবে।

পরিচালক জানিয়েছেন, নাটকটিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে পূর্ণিমা-নোবেলকে। আগামী ঈদের জন্য নাটকটি নির্মাণ করা হচ্ছে বলেও জানিয়েছেন শেখ সেলিম।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *