





শাবনুর, এক সময়কার সবচেয়ে জনপ্রিয় নায়িকা। ‘নায়িকা হয়েই অভিনয়ে ফিরছেন শাবনূর’ জাজ






মাল্টিমিডিয়ার ‘কাঁটাতারের বেড়া’ ছবির মধ্য দিয়ে দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরবেন শাবনূর। জাজ-এর






এমন সংবাদের পর, শাবনূর অবাক হয়ে জানান, তিনি এই বিষয়ে কিছুই জানেনা। তবে সিনেমায় ফিরতে নিজেকে ফিট করার চেষ্টা করছেন এই অভিনেত্রী।






সিনেমাতে কবে দেখা যাবে এই প্রসঙ্গে শাবনূর বলেন, ‘সিনেমায় অভিনয় করার মতো পুরোপুরি ফিট নই আমি। চাইলে অভিনয় করতেই পারি। কিন্তু চাই না এভাবে পর্দায় হাজির হতে। দর্শক আমাকে যেভাবে দেখে অভ্যস্থ আগে নিজের ফিটনেসটাকে সে অবস্থায় নিয়ে যেতে চাই। তার আগে ক্যামেরার সামনে যাবো না। আমি অস্ট্রেলিয়ান নিউট্রেশিয়ান ও জিম ট্রেইনারের অধীনে রয়েছি। তার পরামর্শ নিয়ে বেশ উন্নতি হচ্ছে শরীরের। আশা করছি দ্রুতেই নিজেকে ফিরে পাবো। আমি এখন দিনে এক বেলা ভাত খাই, ডায়েট মেইন্টেইন করতেছি।’ অনেকদিন ধরেই থাইরয়েড ও ব্যাক পেইনের সমস্যায় আক্রান্ত শাবনূর। অস্ট্রেলিয়াতেই এর চিকিৎসা করছেন। বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে শাবনূর বলেন, ‘আল্লাহর রহমতে আমি অনেকটা সেরে উঠেছি। সবার কাছে দোয়া চাই যেন পুরোপুরি সুস্থ হয়ে আবারও সিনেমায় ফিরতে পারি। সিনেমাকে আমি খুব মিস করি। ক্যামেরা, লাইট, অ্যাকশন আর সিনেমার মানুষদেরও মিস করি।’ উল্লেখ্য, ২০১২ সালে ঢাকাই সিনেমার নায়ককে বিয়ের পর থেকে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন শাবনূর। কিছু দিন পর জানা যায়, শাবনূর মা হয়েছেন। বর্তমানে স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে অস্ট্রেলিয়া বসবাস করছেন তিনি।