





লোভনীয় খাবারের তালিকায় প্রথম সারিতেই রয়েছে ফুচকা। আট থেকে আশি, ফুচকা খেতে ভালোবাসে






না এমন মানুষ খুবই কম আছেন। আর এই ফুচকা খেতে গিয়েই লাখ টাকা খুইয়েছিলেন ভারতীয় অভিনেত্রী কাম্যা পাঞ্জাবি।






গত বুধবার (২৯ মে) সিনেমার কাজে ইন্দোরে গিয়েছিলেন কাম্যা। শহরটি তার জন্য নতুন নয়। সেখানকার অলিগলিও মোটামুটি তার চেনা।কাজের ফাঁকেই প্রযোজক বন্ধু সন্তোষ গুপ্তকে নিয়ে ফুচকা খেতে বেরিয়েছিলেন তিনি। একটা ফুচকা মুখে দিতে না দিতেই চোখ বুজে আসে কাম্যার। ফুটপাতে দাঁড়িয়েই কতগুলো ফুচকা খেয়েছেন সেটির হিসেব নেই।
কাম্যা যেখানে ফুচকা খেতে গিয়েছিলেন ওই জায়গাটাও তার বেশ পছন্দ হয়েছিলো। ফুচকা খাওয়া শেষে আশপাশের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। এ সময় নিজের হাতের খামটি কোথায় রেখেছেন, সে দিকে আর খেয়াল ছিল না অভিনেত্রীর। অথচ সেই খামের ভেতর ছিল এক লাখ টাকা।
ছবি তোলা শেষে হোটেলে ফেরেন কাম্যা। হঠাৎ খামটার কথা মনে পড়ে তার। কিন্তু ততক্ষণে কী খামটা কেউ ফেলে রেখেছে? নিশ্চয় সেটি অন্য কারও হাতে চলে গেছে। এসব ভেবে হাল ছেড়ে দেন তিনি। তবে কথায় আছে, ‘যদি থাকে নসিবে, আপনা আপনি আসিবে।’ কাম্যার ক্ষেত্রেও তেমনটিই ঘটেছে। ফেলে আসা জায়গা থেকেই টাকাসহ খামটি খুঁজে পেয়েছেন তিনি।
অভিনেত্রীর ভাষ্য, ‘সন্তোষ বারবার বলায় ওই ফুচকার দোকানে ফিরে গিয়েছিলাম। সেখানে গিয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। খামটা যেখানে ফেলে এসেছিলাম, ঠিক সেখানেই পড়েছিল। কেউ স্পর্শও করেনি। এর আগে কখনও এত আশ্চর্য হইনি। ইন্দোরের মানুষ এত ভালো এবং উদার, ধন্যবাদ দিলেও তাদের ছোট করা হয়।’