





বিনোদন ডেস্ক: ইদানিং রুপালি পর্দার বাইরেও কাজ করে দারুণ সাড়া পাচ্ছেন বলিউডের তারকারা।






নেটফ্লিক্সের হয়ে এরআগে সাড়া ফেলেছেন ‘স্যাক্রেড গেমস’ সিরিয়ালের জন্য নওয়াজুদ্দিন সিদ্দিকী,






সাইফ আলী খান ও রাধিকা আপ্তে। এবার তাদের তালিকায় যোগ দিচ্ছেন বলিউড কিং শাহরুখ খান ও ইমরান হাশমি।






এ বিষয়ে টুইটারে ইমরান হাশমি জানান, ‘নতুন ধারায় কাজ করতে যাচ্ছি বিষয়টি খুব এক্সাইটমেন্টের।’ আর সেই টুইটের জবাবে শাহরুখও রিটুইট করে ইমরান হাশমিকে স্বাগতম জানিয়েছেন।
২০১৫ সালে প্রকাশিত বিখ্যাত লেখক বিল্লাল সিদ্দিকীর উপন্যাস ‘বার্ড অব ব্লাড’র ওপর নির্মিত হতে যাচ্ছে সিরিয়াল সিরিজ। সিরিয়ালটি প্রযাজনা করবে শাহরুখের রেড চিলি প্রোডাকশন। আর এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য বেছে নেয়া হয়েছে বলিউড তারকা ইমরান হাশমিকে।