





ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী। নানা সময়ে এই নায়কের সঙ্গে






বিভিন্ন নায়িকার প্রেম নিয়ে মুখরোচক গুঞ্জন শোনা গেছে।






এমন গুঞ্জনও উঠেছিল হালের আলোচিত এক নায়িকাকে কলকাতায় গিয়ে বিয়ে করেছেন বাপ্পী।






তবে ওই নায়িকার মা বাপ্পীর সঙ্গে তার মেয়ের বিয়ের গুজব উড়িয়ে দিয়েছিলেন।
প্রেম ও বিয়ের গুঞ্জন যখন বাপ্পীর পিছু ছাড়ছে না ঠিক সেই সময় গেলো ৬ ডিসেম্বর নিজের জন্মদিনে বিয়ে করবেন বলে ঘোষণা দেন বাপ্পী।
জন্মদিনে মাকে দেয়া এটাই ছিল তার সারপ্রাইজ। তিনি বলছিলেন, মাকে মেয়ে খোঁজার জন্য বলেছি। পরিবার সামলাতে পারবে এমন মেয়েকেই বিয়ে করব। মিডিয়ার বাইরে বিয়ে করব। ——————————————————— আরও পড়ুন : ভক্তের কান্না থামালেন বাপ্পী ——————————————————— কিন্তু নতুন করে আবারও বাপ্পীর বিয়ের গুঞ্জন উঠেছে। হালের এক নায়িকাকেই বিয়ে করবেন বলে শোনা যাচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে বাপ্পী আরটিভি অনলাইনকে বললেন, কে বা কারা যে এসব কথা ছড়ায় জানি না। তবে হ্যাঁ একটা কথা নিশ্চিত থাকতে পারেন- বাপ্পী কোনো নায়িকাকে বিয়ে করবে না। নায়িকাকে বিয়ে করার প্রশ্নই ওঠে না। বাপ্পী এখন ‘নায়ক’ নামে একটি ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবিতে তার বিপরীতে আছেন অধরা খান। পরিচালনা করছেন ইস্পাহানী আরিফ জাহান।