Home / মিডিয়া নিউজ / এবার মাহির নায়ক সোহম!

এবার মাহির নায়ক সোহম!

দুই বাংলায় চলছে যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ। শাকিব-শ্রাবন্তী, জিৎ-নুসরাত, নিরব- প্রিয়াঙ্কা

কতই না জুটি গড়ে উঠেছে। এই ধারাবাহিকতায় দুই বাংলার দর্শকরা এবার দেখবে পারবেন মাহি-সোহম জুটি।

নতুন ছবি ‘ময়না’তে কাজ করতে যাচ্ছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। আর এই ছবিতে মাহির নায়ক হিসেবে আসছেন কলকাতার জনপ্রিয় নায়ক সোহম। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন মাহিয়া মাহি।

ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করবেন অনন্য মামুন। আগামী ৭ মার্চ থেকে শুরু হচ্ছে ‘ময়না’ ছবির শুটিং। প্রথম লটে কলকাতাতেই হবে ছবির দৃশ্যধারণ।

ছবিটি নিয়ে অনন্য মামুন বলেন, দেশের চলচ্চিত্রপ্রেমীদের নতুন রসায়নে ভিন্ন মাত্রার বিনোদন দিতেই মাহি ও সোহমকে নিয়ে এই ছবির যাত্রা। চেষ্টা থাকবে ভালো কিছু নির্মাণের। সবকিছু ঠিক থাকলে ‘ময়না’ আগামী ঈদে মুক্তি পাবে।

ছবিটি নিয়ে বেশ আশাবাদী মাহি বলেন, এর আগে আমি কলকাতার অঙ্কুশ ও ওমের বিপরীতে কাজ করেছি। এবার সোহমের বিপরীতে কাজ করবো। ভালো কিছুর প্রত্যাশা থাকছেই। আর ছবিটিতে আমি নাম ভূমিকায় অভিনয় করছি। তাই চ্যালেঞ্জও থাকছে। চেষ্টা করবো দর্শকদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *