





নিউইয়র্কে সেফোরা নামের আন্তর্জাতিক মেকআপ প্রতিষ্ঠানে বিউটি অ্যাডভাইজার হিসেবে কাজ






করছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী মোনালিসা। শুরুটা মেকআপ আর্টিস্ট দিয়ে হলেও চার বছর






অনেকটা সিঁড়ি পেরিয়ে এখন তিনি বিউটি অ্যাডভাইজার। বিশ্বব্যাপী চলমান করোনা আতঙ্কে শঙ্কিত হয়ে পড়ছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই শঙ্কা প্রকাশ করেছেন তিনি। মোনালিসা লেখেন, ‘দিন দিন আমাদের চারপাশটা অপরিচিত হয়ে উঠছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবি, আমি এখনো বেঁচে আছি। রাস্তাশূন্য, মানুষ নেই, গাড়ি নেই, নেই সংগীত। মানুষ মারা যাচ্ছে প্রতিদিন, পৃথিবীটা যেন এলিয়েনদের গ্রহ হয়ে আসছে।
‘মনে হচ্ছে, আমরা পৃথিবীর শেষ প্রান্তে এসে পড়েছি। হে আল্লাহ কখন এই অবস্থা ঠিক হবে? কবে আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যাবো? পৃথিবীর এমন অবস্থা কখনোই দেখিনি। কেউ জানে না কাল কী হবে, কে আক্রান্ত হবে, কে মারা যাবে… কেউ জানে না…’