Home / মিডিয়া নিউজ / ‘তোমাকে আমি বিয়ে করবোই’

‘তোমাকে আমি বিয়ে করবোই’

বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতির মাঠে উত্তাপ এখন তুঙ্গে। এরইমধ্যে

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী তৃণমূলের সংসদ সদস্য মিমি চক্রবর্তীকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে

বসলেন এক ভক্ত। এমনকি মিমিকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ারও দৃঢ় সংকল্পের কথা ঘোষণা দিলেন ওই যুবক।

গেল বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে একটি ‘কিউঅ্যান্ডএ সেশন’ অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব শুরু করেন মিমি। মূলত ভোট সামনে রেখে যোগাযোগ বাড়ানোর কৌশল হিসেবেই এই প্রশ্নোত্তর পর্বের আয়োজন। সেখানে এক এক করে ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্তদের প্রশ্নের উত্তির দিচ্ছিলেন মিমি। কিছুক্ষণ পরই এক ভক্ত নিজের মনের সুপ্ত বাসনার কথা প্রকাশ করলেন। মিমির উদ্দেশ্যে তিনি লিখেন, ‘তুমি যত বড় তারকাই হও না কেন, তোমাকে আমি বিয়ে করবোই’। যদিও মিনি স্বভাবসুলভ ভঙ্গিতে এমন প্রস্তাবের উত্তর দেন। উত্তরে কিছু না বলে শুধু ‘মুজসে শাদি করোগি’ ছবির ‘টাইটেল ট্র্যাক’টি স্টোরিতে জুড়ে দিয়েছেন।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *