





অবশেষে মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা শিমলা অভিনীত আলোচিত সিনেমা ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। আগামী






ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমা নির্মাণ করেছেন রুবেল আনুশ। মুক্তির খবর নিশ্চিত করে এই নির্মাতা বলেন সিনেমাটির শুটিং, ডাবিং, এডিটিং থেকে শুরু করে সব কাজ শেষ। আগামী ঈদুল ফিতরে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি দেব সিনেমাটি। দেশের কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলছি। আশা করছি, মাসখানেক পরে সিনেমাটি মুক্তি দিতে পারব। মাঝে এ সিনেমার নাম পরিবর্তন করে রেখেছিলেন ‘প্রেম কাহন’। কিন্তু সর্বশেষ ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামেই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন রুবেল আনুশ। ২০১৪ সালের আগস্ট মাসে এ সিনেমার শুটিং শুরু করেন নির্মাতা। এই সিনেমায় অসম প্রেমের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিমলা ও ‘ঘেটুপুত্র’ সিনেমা খ্যাত অভিনেতা মামুন।