Home / মিডিয়া নিউজ / নিজের চোখ দান করলেন ঐশ্বরিয়া, জানেন কাকে ?

নিজের চোখ দান করলেন ঐশ্বরিয়া, জানেন কাকে ?

যে চোখে থেমে যায় গোটা পৃথিবী। যে চোখের পলক পড়লেই দিন রাতে বদলে যায়, আর চোখ

খুললেই হয় নতুন ভোর, এমন চোখের অধিকারী হয়েছেন হাতে গোনা কয়েকজনই।

সেই বিরলদের মধ্যে অন্যতম একজন বলিউড ডিভা তথা ’প্রাক্তন’ মিস ইউনিভার্স ঐশ্বর্য রায় বচ্চন। তাঁর চোখেই আটকে গিয়েছে অনেকে নর-নারীর যৌবন।

চোখের পলক পড়া থেকে চোখের নানান অঙ্গ ভঙ্গি, চোখের ভাষা, একবার নয় বহুবার সিনেপ্রেমীদের মন কেড়েছে। হিন্দিতে একটা প্রবাদ আছে, ’কাতিল আঁখে’, ঐশ্বর্যের চোখ যেন সেই প্রবাদেরই প্রতিসম। এমন সুন্দর চোখ কাকে দান করেছেন ঐশ্বর্য রায় বচ্চন, জানেন?

’আই অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’কে নিজের চোখ জোড়া দান করেছেন তিনি। দানের প্রসঙ্গ যখন এলই, তখন এটাও বলে রাখা ভালো, বলিউডের দানবতীদের মধ্যে কিন্তু অন্যতম একজন হলেন ঐশ্বর্য। নিজের একটি ফাউন্ডেশনও আছে তাঁর।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *