Home / মিডিয়া নিউজ / নিপুণকে নিয়ে নিজ এলাকা নরসিংদীতে ইমন

নিপুণকে নিয়ে নিজ এলাকা নরসিংদীতে ইমন

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নিপুণ আক্তার ও নায়ক মামনুন ইমন। দুজন একঙ্গে জুটি বেঁধে

‘মায়ের মমতা’ ও ‘এই তো ভালোবাসা’ নামের সিনেমায় অভিনয় করেছেন। একাধিক

বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে তাদের। সবশেষ একটি শপিংমলের বিজ্ঞাপনে দেখা গিয়েছিল দুজনকে।

শনিবার (৯ এপ্রিল) তাদেরকে একসঙ্গে দেখা গেলো নরসিংদীতে। এর কারণটা জানালেন ইমন নিজেই, ‘আবারও একসঙ্গে কাজ করছি। নতুন একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে আমাদের। এটি একটি তেলের একটি বিজ্ঞাপনচিত্র। সারাদিন এর শুটিং হচ্ছে। মজার বিষয় হলো এটা আমার নিজ এলাকা। ফলে অনেক মানুষ শুটিংটি দেখতে আসছেন।’

ইমন জানান, শুটিং হাউজটি নরসিংদীতে। সেখানেই এর দৃশ্যধারণের আয়োজন করা হয়েছে। সেটি শেষ করেই ঢাকায় ফিরবেন দুজন।

জানা যায়, বিজ্ঞাপনটি পরিচালনা করছেন বাপি সাহা। শিগগির বিভিন্ন টেলিভিশনে এর প্রচার শুরু হবে।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *