Home / মিডিয়া নিউজ / রচনা ব্যানার্জির ভক্তদের কাছে যা চাওয়া

রচনা ব্যানার্জির ভক্তদের কাছে যা চাওয়া

ভীষণ মন খারাপ অভিনেত্রী রচনা ব্যানার্জির। ফেসবুক লাইভে এসে অনুরাগীদের কাছে হাত জোড়

করে ক্ষমা চেয়ে নিলেন টেলিভিশনের এই জনপ্রিয় সঞ্চালিকা।আসলে বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় দেখা নেই রচনার। নববর্ষের শুভেচ্ছাও অনুরাগীদের সঙ্গে ভাগ করে দেননি অভিনেত্রী।

নববর্ষ পেরিয়ে যাওয়ার দিন দশের পরে লাইভে এসে নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্ষমা চাইলেন রচনা। তবে কী কারণে এত দেরিতে শুভেচ্ছা বিনিময় সেকথাও জানিয়েছেন তিনি। গাড়িতে বসে একটি ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রচনা।

তিনি পরিষ্কারভাবে জানান, অনুরাগীদের ভোলেননি, তবে তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছিল। যার ফলে এই পেজ থেকে কোনও কিছুই পোস্ট করতে পারছিলেন না তিনি। রচনা ভিডিওতে সকলকে করোনা নিয়ে সচেতন থাকবার কথা জানান।

বলেন সবসময় মাস্ক পরে থাকতে, কেবলমাত্র ভিডিয়ো রেকর্ড করবার জন্যই মাস্কটি নিজে খুলেছেন বলে জানান অভিনেত্রী। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেড়ানো ও খুব বেশি ভিড়ে না যাওয়ার আবেদন জানান রচনা। কিছুদিন আগে করোনা ভ্যাকসিন নিয়েছেন অভিনেত্রী, সেই খবরও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তিনি। করোনামুক্ত পৃথিবীর প্রার্থনা করলেন অভিনেত্রী।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *