Home / মিডিয়া নিউজ / ট্রিলিয়ন ধন্যবাদ দিলেন বুবলী

ট্রিলিয়ন ধন্যবাদ দিলেন বুবলী

চিত্রনায়িকা বুবলীর জন্মদিন ছিল গত শুক্রবার। এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে

শুভেচ্ছায় ভেসেছেন এ নায়িকা। জন্মদিনের পর দিন ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে ভক্তদের ‘ট্রিলিয়ন’ ধন্যবাদ জানিয়েছেন বুবলী।

তিনি লিখেছেন– যারা জন্মদিনে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের ট্রিলিয়ন ধন্যবাদ! যদিও আপনাদের ভালোবাসাময় শব্দগুচ্ছের কাছে এই ধন্যবাদ জ্ঞাপন কিছুই নয়। এই অনুভূতি একদম অন্যরকম। আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি! সত্যিই ভালোবসি… দয়া করে আমার জন্য দোয়া করবেন এবং এভাবেই ভালোবেসে যাবেন।’ সঙ্গে একটি ভালোবাসার ইমোজিও যুক্ত করেন বুবলী।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পরিচালক সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ সিনেমার ডাবিংয়ে রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে সবশেষ দেখা মিলেছিল বুবলীর।

বর্তমানে বুবলী কোথায় আছেন, সে খবর জানেন না ঢালিউডপাড়ার কেউ।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *