Home / মিডিয়া নিউজ / বেওয়ারিশ কুকুর অপসারণ বন্ধে জয়া আহসানের রিট

বেওয়ারিশ কুকুর অপসারণ বন্ধে জয়া আহসানের রিট

রাজধানীর বেওয়ারিশ কুকুর স্থানান্তরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)

কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার জনস্বার্থে অভিনেত্রী জয়া আহসান এবং প্রাণী কল্যাণ সংগঠন অভয়ারণ্য ও

পিপলস ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার যৌথভাবে এ রিট আবেদনটি করেন।

রিট আবেদনে বলা হয়, প্রাণী কল্যাণ আইন-২০১৯ এর ধারা-৭ অনুযায়ী বেওয়ারিশ কুকুরসহ কোনো প্রাণীকে অপসারণ, স্থানান্তরিত ও ফেলে দেওয়া যাবে না। অথচ অভিযোগ রয়েছে, ডিএসসিসির মৌখিক আদেশে টিএসসি ও ধানমন্ডি থেকে বেওয়ারিশ কুকুর তুলে নিয়ে মাতুয়াইল ফেলে দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ আইন বিরোধী।

রিট আবেদনে কুকুর স্থানান্তর ও ডাম্প করার বিষয়ে ডিএসসিসির কার্যক্রমের বৈধতার প্রশ্নে রুল জারির আর্জি জানানো হয়। রিটে ডিএসসিসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনকারীদের পক্ষে সংশ্লিষ্ট আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব সাংবাদিকদের বলেন, ‘কুকুর স্থানান্তরের বিষয়ে ডিএসসিসির সিদ্ধান্ত ও কার্যক্রমের বৈধ্যতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়েছে। আগামী সপ্তাহে রিটের শুনানি হতে পারে।’

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *