





বলিউডে অভিনয় করেন এরকম অভিনেতা-অভিনেত্রীর সংখ্যা নেহাত কম নয়। কেউ বা নামী, আবার






কেউ অনামী। তবে অভিনেতা-অভিনেত্রী বলতে আমরা প্রথমেই শাহরুখ, আমির, অক্ষয়, রণবীর,






করিনা, ক্যাটরিনা, দীপিকা, ঐশ্বর্য এদের কথাই ধরে নি। অথচ এমন অনেকেই আছেন যারা বয়সে ক্ষুদে হলেও অভিনয় দক্ষতা তুখোড়।






আবার, এমনও আছেন যাঁদেরকে আপনারা ছোটবেলা থেকেই অভিনয় করতে দেখেছেন অথচ এখন তাঁদের দেখলে আপনারা চিনতেই পারবেন না। যেমন ঝনক শুক্লা অর্থাৎ কাল হো না হো-র সেই ছোট্ট জিয়া কাপুর, কিংবা অভিষেক শর্মা অর্থাৎ কহো না প্যায়ার হ্যায়- ফিল্মের সেই ছোট্ট অমিত, এদের আপনি এখন দেখলে আর চিনতেই হয়তো পারবেন না আমি নিশ্চিত।
এরকমই আপনাদের অতি পরিচত ১০ জন জনপ্রিয় ছবি রইল আপনাদের জন্য…