Home / মিডিয়া নিউজ / নব্বইয়ের দশকের নায়িকা সোনিয়া হাসি হয়ে এখন প্রবাসে

নব্বইয়ের দশকের নায়িকা সোনিয়া হাসি হয়ে এখন প্রবাসে

নব্বইয়ের দশকের বাংলা সিনেমার জনপ্রিয় মুখ তিনি। ‘নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি’

গানটিতে প্রয়াত নায়ক সালমান শাহের বিপরীতে দেখা যায় তাকে। স্বপ্নের ঠিকানা’ছবির গানটি

তখনকার সময় মানুষের মুখে মুখে ছিল। বলছি চিত্রনায়িকা সোনিয়ার কথা।দীর্ঘদিন ধরে আড়ালে এই নায়িকা। তবে করোনাকালীন এই সময়ে সোনিয়া অন্তরালে থাকতে পারেননি। চলচ্চিত্রের অসচ্ছল কলাকুশলীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। বুধবার (৬ মে) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মাধ্যমে আর্থিক সহযোগিতা করেছেন। সোনিয়া এখন লন্ডন প্রবাসী। সেখানে সোনিয়া নামে নয় হাসি নামেই সবার কাছে পরিচিত তিনি। বিয়ের পর প্রবাসী স্বামীর হাত ধরে লন্ডনে পাড়ি জমান সোনিয়া। বৈবাহিক জীবনে সোনিয়া তিন সন্তানের জননী।১৯৯১ সালের শেষের দিকে ‘মাস্তান রাজা’ ছবিতে নায়িকা শাবানার কিশোরী বয়সের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। চলচ্চিত্র নায়িকা হিসেবে ভিত্তি দাঁড় করানোর আগেই সোনিয়া মডেলিংয়ের মাধ্যমে দেশ জুড়ে পান পরিচিতি। ১৯৯২ সালে আফজাল হোসেনের নিদের্শনায় ‘মিডল সাবান’ এবং সাইদুল আনাম টুটুলের নির্দেশনায় ‘সিটিজেন টেলিভিশনে’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। ঢালিউডে পরিপূর্ণ নায়িকা হিসেবে সোনিয়াকে দেখা যায় নায়ক-রাজ রাজ্জাক পরিচালিত ছবি ‘প্রেম শক্তি’-তে। ব্যবসা সফল এ ছবিতে তার বিপরীতে নায়ক ছিলেন বাপ্পারাজ। এরপর সোনিয়া একে একে অভিনয় করেন ৫০টিরও বেশি ছবিতে। এর মধ্যে ‘প্রেম প্রতিশোধ’, ‘শত জনমের প্রেম’, ‘ভয়ংকর সাতদিন’, ‘তছনছ’, ‘ওরা দেশের সন্তান’, ‘পরান কোকিলা’, ‘লাভ লেটার’ উল্লেখ্যযোগ্য ।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *