Home / মিডিয়া নিউজ / আসছে মিথিলার প্রথম সিনেমা ‘অমানুষ’

আসছে মিথিলার প্রথম সিনেমা ‘অমানুষ’

ঈদের পর আবারো একই বড় দুটি ছবি মুক্তি পেতে চলেছে। ১৭ জুন প্রেক্ষাগৃহে আসছে

অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ ও সৈকত নাসিরের ‘তালাশ’।

দুই ছবিতে অভিষেক হচ্ছে নতুন দুটি মুখের। টিভি-ওয়েবে জনপ্রিয় হলেও রাফিয়াথ রশিদ

মিথিলার প্রথম সিনেমা ‘অমানুষ’। এ ছবির সেলিং পয়েন্টও সেটি। তার বিপরীতে আছেন নিরব হোসেন। বনদস্যু ও এক গবেষককে নিয়ে এ ছবির গল্প।

নিরব-মিথিলা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, শাহেদ আলী, কাজী নওশাবা আহমেদ, রাশেদ মামুন অপু, আনন্দ খালেদ, ক্রিস্টিয়ানো তন্ময়, ফারহান খান রিও প্রমুখ।

‘অমানুষ’-এরপর ঢাকা-কলকাতা মিলিয়ে পাঁচটির মতো ছবিতে কাজ করেছেন মিথিলা। এ দিকে দুটি গান ও ট্রেলার প্রকাশের পর বেশ আগ্রহ তৈরি করেছে সৈকত নাসিরের ‘তালাশ’।

এটি আদর আজাদের প্রথম ছবি। ট্রেলারে তার লুক ও অভিনয় দেখে সম্ভাবনাময় মনে হয়। তার বিপরীতে আছেন শবনম বুবলী।

দুই তরুণ-তরুণীর অপরিণত প্রেম ও হতাশা, যার আবহে রয়েছে সংগীত ক্যারিয়ার। এমনই গল্পের আভাস দিয়েছে আকর্ষণীয় ট্রেলার।

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ।

বর্তমানে আদরের হাতে রয়েছে আধা ডজনের বেশি ছবি।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *