Home / মিডিয়া নিউজ / আমিরকে দেখেই সমুদ্র পাড়ে মানুষের ঢল, খেলেন ফুচকা

আমিরকে দেখেই সমুদ্র পাড়ে মানুষের ঢল, খেলেন ফুচকা

হালকা গোলাপি শার্টের নীচে সাদা টি-শার্ট। সপ্তাহান্তে মুম্বইয়ের জুহু সৈকতে টপাটপ ফুচকা মুখে

পুরছেন আমির খান। মুখে তৃপ্তির হাসি। হাত নেড়ে কী যেন বলছেন বিক্রেতাকে।

সমুদ্র-বাতাসের গর্জনে কথা শোনা না গেলেও ফুচকা যে অতি উত্তম, সেটুকু আমিরের অভিব্যক্তিতেই দিব্যি স্পষ্ট। ফুচকা বিক্রেতা খুশি হয়ে আরও একটা ফুচকা চাপিয়ে দিলেন তাঁর হাতে ধরা কাগজের বাটিতে!

আরব সাগরের তীরে সন্ধেবেলার সুন্দর এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছিলেন এক ভক্ত। ‘লাল সিং চড্ডা’-র ঝলক মুক্তির আগে আমিরের ফুচকা খাওয়ার ভিডিয়োও নিমেষে ভাইরাল।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, ভক্তরাও ভিড় করে আছেন চারপাশে। এক মহিলা আমিরকে কিছু বললেন, আমিরও ঘাড় নাড়লেন হেসে।

শুধু তা-ই নয়, এ দিনের সন্ধ্যার একাধিক ছবিই নেট দুনিয়ায় নজর কেড়েছে। ভক্তদের সঙ্গে খুশিমনে পোজ দিতে দেখা গিয়েছে ‘লগান’-এর অভিনেতাকে।

আর একটি ছবিতে ‘লাল সিং চড্ডা’-র পরিচালক অভয়েত চন্দনের সঙ্গেও ফ্রেম ভাগ করে নিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *