Home / মিডিয়া নিউজ / শ্রাবন্তীর এই খুশির খবরে শুভেচ্ছাবার্তা দিলেন বন্ধু বান্ধবরা

শ্রাবন্তীর এই খুশির খবরে শুভেচ্ছাবার্তা দিলেন বন্ধু বান্ধবরা

দুই বাংলায় এক জনপ্রিয় নাম শ্রাবন্তী চট্রোপাধ্যায়। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের জানার

আগ্রহের কমতি নেই। লক্ষ-কোটি দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছেন এই নন্দিত চিত্রনায়িকা।

এমনিতেই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় জীবন নিয়ে চর্চার অন্ত নেই। তাঁর ভ্যাকেশন থেকে নতুন ছবি সব কিছুর জন্যই সদা শিরোনামে রয়েছেন অভিনেত্রী। এবার শ্রাবন্তী বাড়িতে এল নতুন এক সদস্য।

সেই নতুন সদস্যের আগমনে কেক কেটে উদযাপন করলেন শ্রাবন্তী।শনিবার রাতে তাঁর অনুরাগীদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন পরিবারের নতুন সদস্যের।আসলে অভিনেত্রী নতুন একটি গাড়ি কিনেছেন। সিলভার রঙের ভলভো গাড়ি কিনেছেন শ্রাবন্তী।

এদিন হলুদ রঙের ওয়ানপিসে শোরুমে হাজির হয়েছিলেন অভিনেত্রী। গাড়ির বনেটে পোজ দিয়ে ছবিও তোলেন অভিনেত্রী।

নতুন গাড়ির সঙ্গে বেশ কয়েকটি ছবি তুললেন নায়িকা। কখনও ড্রাইভারের সিটে বসে ছবি তুললেন কখনও আবার শোরুমের ভিতেরে হাসিমুখে কেক কাটলেন। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘ওয়েলকাম টু দ্য ফামিলি’। তাঁর এই খুশির খবরে শুভেচ্ছাবার্তা দিলেন তাঁর বন্ধু বান্ধব ও সহকর্মীরা।

শনিবারই মুক্তি পেয়েছে ‘ভয় পেও না’ সিনেমার ট্রেলার। এই ছবি দিয়েই প্রথমবার জুটিতে আসছেন অভিনেত্রী শ্রাবন্তী এবং ওম সাহানি। ২৭ মে বক্স অফিসে মুক্তি পাবে এই হরর-থ্রিলার। ট্রেলারে দেখা যাচ্ছে শশুর বাড়িতে পা রাখতে না রাখতে বিপদের মুখে অভিনেত্রী।

একের পর এক অদ্ভুদ ঘটনার সম্মুখীন তিনি। কখনও শ্রাবন্তীর পা ধরে টানছে কোনও এক ছায়া, কখনও আবার গলা টিপে ধরছে। ঠিক কি যে হচ্ছে বুঝতে পারছেন না নায়িকা।

এদিকে শাশুড়ি দোষ দিচ্ছে সেই বউমাকেই। ছবিতে তমসা ও সুশান্তের বিয়ের পরই জমাট বাঁধবে এই ছবির গল্প। পর্দায় অভিনেতা ওমের মা বহ্নিশিখার সঙ্গে তমসার সম্পর্ক মোটেও ভাল নয়।

তমসাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগেন তাঁর শাশুড়ি। আর তার রেশ ধরেই নয়া রহস্যের পর্দাফাঁস। এমনই কাহিনি অবলম্বন করে এগিয়ে চলা ‘ভয় পেয়ো না’ ছবিটি দর্শকদের মন ছোঁবে বলেই আশা পরিচালকের।

সম্প্রতি অঙ্কুশের সঙ্গে লন্ডনে দেখা গিয়েছিল অভিনেত্রী একটি ছবির শ্যুটিং-এর জন্য। প্রায় সাত বছর পর ফের অঙ্কুশের সঙ্গে জুটি বাঁধবেন শ্রাবন্তী। তবে ছবির নাম বলতে নারাজ অভিনেতা অভিনেত্রী।

২০২১ বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র সে দলের প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী। বিপক্ষে ছিলেন, তৃণমূলের ‘হেভি ওয়াট’ পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কাছে ৫০ হাজারের মতো ভোটে পরাজিত হন শ্রাবন্তী। তারপর থেকে বিজেপি ছেড়ে তৃণমূলের সঙ্গে সখ্যতা বাড়িয়েছেন অভিনেত্রী।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *